Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কোচেরা অভিভাবকের সমান, বলছেন সচিন

ছোটদের বই প্রকাশের অনুষ্ঠানে নিজের ছোটবেলার কথাও জানিয়েছেন সচিন। তিনি বলেছেন, ‘‘আমি বরাবরই বেশ দুষ্টু ছিলাম।

বার্তা: বই প্রকাশ অনুষ্ঠানে স্মৃতিচারণ সচিনের। ছবি: পিটিআই।

বার্তা: বই প্রকাশ অনুষ্ঠানে স্মৃতিচারণ সচিনের। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৪
Share: Save:

কোচদের সঙ্গে অভিভাবকদের কোনও পার্থক্য দেখছেন না ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। বৃহস্পতিবার মুম্বইয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে এ কথাই জানালেন তিনি। সচিন বলেছেন, ‘‘কোচ অথবা শিক্ষক আমাদের অভিভাবকের সমান। তাঁরাও আমাদের অনেক শিক্ষা দেন। পাশাপাশি তাঁদের সঙ্গে অনেকটা সময় আমরা থাকি।’’

এ বিষয়ের উদাহরণ হিসেবে তিনি তাঁর ছোটবেলার কোচ রামাকান্ত আচরেকরের কথা তুলে আনেন। সচিন বলেছেন, ‘‘আমার স্যার অত্যন্ত কঠোর ভাবে আমাকে শাসন করতেন। কখনও ‘ভাল হয়েছে’ কথাটা তাঁকে বলতে শুনিনি। মাঝেমধ্যে ভেলপুরি খাওয়াতে নিয়ে গেলে বুঝতাম আমি নিশ্চই ভাল কিছু করেছি।’’

ছোটদের বই প্রকাশের অনুষ্ঠানে নিজের ছোটবেলার কথাও জানিয়েছেন সচিন। তিনি বলেছেন, ‘‘আমি বরাবরই বেশ দুষ্টু ছিলাম। ছোটবেলা থেকে আমার বাবা, ও মা আমাকে স্নেহ করার পাশাপশি খুবই শাসন করতেন। তাঁদের থেকেই আমি স্বাধীন ভাবে চলার সাহস পেয়েছি।’’ একটি ঘটনার বর্ণনা দিয়ে সচিন আরও বলেন, ‘‘আমার ১৩ বছর বয়সে এক মাসের জন্য ইনদওরে জাতীয় ক্যাম্পে খেলতে যেতে হয়েছিল। তখন মোবাইল ফোন ছিল না। মা খুবই চিন্তিত ছিলেন আমাকে নিয়ে। কিন্তু বাবা আমার ওপর ভরসা রেখেছিলেন। সেটাই আমার আরও ভরসা বাড়িয়েছে।’’

একই সঙ্গে সারা ও অর্জুনকে বড় করে তোলার জন্য স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের প্রশংসা করেছেন সচিন। তিনি বলেছেন, ‘‘আমার জীবনে সাফল্যের পিছনে অঞ্জলির কৃতিত্ব অনেক বেশি। আমরা দু’জনেই যখন সফল হতে শুরু করি, তখন অঞ্জলিই নিঃস্বার্থ ভাবে আমাদের দুই সন্তানকে বড় করে তোলার দায়িত্ব নিয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sachin Tendulkar Coaches Guadians Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE