Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নাগপুর টেস্টে দলে নেই ধবন-ভুবি

নাগপুরে দ্বিতীয় টেস্ট শুরু ২৪ নভেম্বর। দ্বিতীয় টেস্টের জন্য ১৪ জনের দল রাখা হয়েছে। বিয়ের জন্য পরের দু’টো টেস্টে খেলতে পারবেন না ভুবনেশ্বর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ০৪:৩৯
Share: Save:

ভারতীয় দল থেকে সোমবার ছেড়ে দেওয়া হল ভুবনেশ্বর কুমার এবং শিখর ধবনকে। ভুবনেশ্বর এই সিরিজের বাকি দু’টো টেস্টে খেলবেন না। ধবনকে অবশ্য শেষ টেস্টের জন্য দলে পাওয়া যাবে। ভারতীয় দলে নেওয়া হয়েছে তামিলনাড়ুর অলরাউন্ডার বিজয় শঙ্করকে।

নাগপুরে দ্বিতীয় টেস্ট শুরু ২৪ নভেম্বর। দ্বিতীয় টেস্টের জন্য ১৪ জনের দল রাখা হয়েছে। বিয়ের জন্য পরের দু’টো টেস্টে খেলতে পারবেন না ভুবনেশ্বর। ব্যক্তিগত কারণে দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন ধবন। ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতীয় টেস্ট দল থেকে ভুবনেশ্বর কুমার, শিখর ধবনকে ছেড়ে দেওয়া হয়েছে। দু’জনেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আবেদন জানিয়েছিল। বিজয় শঙ্করকে নেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারের জায়গায়। ধবনকে তৃতীয় টেস্টের জন্য পাওয়া যাবে।’’ ইডেন টেস্টে দু’ইনিংস মিলিয়ে আট উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ ভুবনেশ্বর কুমার। নিজের পারফরম্যান্স নিয়ে এই ফাস্ট বোলার বলছেন, ‘‘আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করেছিলাম, তখন শুধু সুইংয়ের ওপর নির্ভর করে থাকতাম। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে সব সময় উন্নতি করে যেতে হবে। আমি নিজের ফিটনেস নিয়ে প্রচণ্ড পরিশ্রম করা শুরু করি। যার ফল এখন পাচ্ছি।’’

আরও পড়ুন: শামি উইকেট পেতেই লাফ ছোট্ট বেবোর

দ্বিতীয় ইনিংসের সময় কী ভাবছিলেন? ভুবনেশ্বর বলেছেন, ‘‘আমাদের বিশ্বাস ছিল, ম্যাচটা জিততে পারব। বিরাট বলেছিল, ভেবে নাও আমরা বিদেশে খেলছি। ওদের গোটা দু’য়েক উইকেট তুলতে পারলেই ওরা চাপে পড়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE