Advertisement
০৬ মে ২০২৪

আবার ডার্বিতে হার ইস্টবেঙ্গলের, ফেড কাপ ফাইনালে মোহনবাগান

আবার মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। এ বার ফেডারেশন কাপ সেমিফাইনাল। যে ফাইনালে উঠবে তাঁকে খেলতে হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালে। আই লিগে কোনও দলেরই শিকে ছেড়েনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ১৯:৪০
Share: Save:

মোহনবাগান ২ (ড্যারেল ডাফি, বলবন্ত সিংহ)

ইস্টবেঙ্গল ০

• খেলা শেষ। এই মরসুমে এই নিয়ে পর পর দু’বার ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান।

• ৯০+২ মিনিট, সৌভিক চক্রবর্তীর জায়গা মাঠে এলেন বিক্রমজিৎ সিংহ।

• ৯০+১ মিনিট, ইস্টবেঙ্গলের কর্নার।

• চার মিনিট অতিরিক্ত সময়।

• ৮৮ মিনিট, বলবন্তের জায়গায় মাঠে এলেন জেজে।

• ৮৭ মিনিট, নারায়ন দাসের প্রবীর দাসকে ফাউল। ফ্রিকিক।

• ৮৪ মিনিট, বলবন্তের গোলে ২-০ করল মোহনবাগান।

• গোওওওওওওল....

• ৭৯ মিনিট, প্লাজার নিশ্চিত হেড বাঁচিয়ে দিলেন দেবজিৎ।

• ৭৮ মনিট, এখনও দেখা যায়নি রবিনকে।

• ৭৬মিনিট, মেহতাবের ফ্রিকিক বাইরে।

• ৭৩ মিনিট, মাঠের চিকিৎসার পর গোলের নিচে ফেরেন দেবজিৎ।

• ৭০ মিনিট, উইলিস প্লাজা ও দেবজিতের মধ্যে সংঘর্ষ।আহত দেবজিৎ মাঠে লুটিয়ে পড়েন।

• ৬৯ মিনিট, মেহতাবের ফ্রিকিক বাইরে।

• ৬৬ মিনিট, বলবন্তের হ্যান্ডবল। ইস্টবেঙ্গলকে ফ্রি কিক।

• ৬৮ মিনিট, রফিকের জায়গায় মাঠে এলেন রবিন সিংহ।

• ৬৫ মিনিট, রফিকের চোট। পরিবর্তন চাইলেন মেহতাব, শুভাশিস।

• ৬২ মিনিট, নিশ্চিত গোলের সুযোগ নষ্ট মহম্মদ রফিকের। একা গোলকিপারকে ছোট বক্সের মধ্যে পেয়েও বাইরে মারলেন তিনি।

• ৫৬ মিনিট, উইলিস প্লাজার গোল মুখি শট বাঁচিয়ে দিলেন দেবজিৎ।

• ৪৭ মিনিট, মোহনবাগান বক্সে ওয়েডসনের হামলা। কিন্তু বাইরে গেল বল।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• প্রথমার্ধের শেষে মোহনবাগান ১, ইস্টবেঙ্গল ০।

• ৪১ মিনিট, শেহনাজের লম্বা ফ্রিকিক সহজেই আটকালেন শুভাশিস।

• ৩৯ মিনিট, হলুদ কার্ড দেখলেন গুরবিন্দর সিংহ।

• ৩৭ মিনিট, বলবন্তের অভিযোগ বক্সের বাইরে গিয়ে বল ধরেছেন শুভাশিস।

• ডাফির গোলে এগিয়ে গেল মোহনবাগান।

• ৩৫ মিনিট, গোওওওওওওওওওল.....

•২৬ মিনিট, সনি নর্ডির ফ্রি কিক ডানদিকে ঝাপিয়ে বাঁচালেন শুভাশিস রায় চৌধুরী।

• ম্যাচের উপর দখল রেখেছে ইস্টবেঙ্গল।

• ১৬ মিনিট, বর্জেসের ২৮ গজ দুর থেকে্ বাঁচালেন দেবজিৎ।

• ১৩ মিনিট, বক্সের মধ্যে পড়ে গেলেন প্লাজা। কিন্তু নো পেনাল্টি।

• ১১ মিনিট, জাইরু-রফিক যুগলবন্দীতে গোলের মুখ প্রায় খুলে ফেলেছিল ইস্টবেঙ্গল। বাঁচাল দেবজিতের গ্লাভস।

• ৮ মিনিট, সিটার মিস প্লাজার।

• ম্যাচ শুরু।

আবার মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। এ বার ফেডারেশন কাপ সেমিফাইনাল। যে ফাইনালে উঠবে তাঁকে খেলতে হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালে। আই লিগে কোনও দলেরই শিকে ছেড়েনি। চ্যাম্পিয়নশিপের সামনে গিয়েও ফিরে আসতে হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE