Advertisement
২৭ এপ্রিল ২০২৪

হকিতে ১-১ ড্র ভারতের

সর্দার সিংহের নেতৃত্বে আজলান শাহ কাপে এ বার ভারত তরুণ, অনভিজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। দ্বিতীয় ম্যাচে তাই সুযোগ পেয়েও ম্যাচটা না জেতার জন্য নিজেদেরকেই দায়ী করতে পারে ভারতীয় দল। কারণ, ন’টা পেনাল্টি কর্নারের সুযোগ নষ্ট করে ভারত।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৮ ০৪:৫৮
Share: Save:

আজলান শাহ কাপে আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পরে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-১ ড্র করল ভারত।

ভারতের হয়ে গোল করেন শৈলেন্দ্র লাকরা। প্রথম আন্তর্জাতিক গোল তাঁর। প্রথম কোয়ার্টারের শেষের দিকে তিনি ভারতকে এগিয়ে দিলেও ৫৩ মিনিটের বেশি ভারত সেটা ধরে রাখতে পারেনি। পেনাল্টি স্ট্রোক থেকে ইংল্যান্ডের মার্ক গ্লেগর্ন সমতা ফেরান। এই ড্রয়ের ফলে ছয় দলের এই টুর্নামেন্টে ভারত চার নম্বরে আছে এখন।

সর্দার সিংহের নেতৃত্বে আজলান শাহ কাপে এ বার ভারত তরুণ, অনভিজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। দ্বিতীয় ম্যাচে তাই সুযোগ পেয়েও ম্যাচটা না জেতার জন্য নিজেদেরকেই দায়ী করতে পারে ভারতীয় দল। কারণ, ন’টা পেনাল্টি কর্নারের সুযোগ নষ্ট করে ভারত।

প্রথমার্ধে এগিয়ে গিয়ে যদি ভারতীয় দল দ্বিতীয় কোয়ার্টারে আটটা পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারত ইংল্যান্ডকে বিরাট চাপে ফেলে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ড্র্যাগ ফ্লিকার বরুণ কুমার এবং অমিত রোহিদাসের যাবতীয় প্রয়াস আটকে যায় ইংল্যান্ডের রক্ষণে। বিশেষ করে দুরন্ত ছিলেন ইংল্যান্ডের গোলকিপার হ্যারি গিবসন। ভারতের পরের ম্যাচ মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sultan Azlan Shah Cup Hockey India vs England
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE