Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দেশকে জেতালেন ইনজামামের ভাগ্নে

অপরাজিত ৭৪ রান করে পাকিস্তানকে জেতালেন স্বয়ং ইনজামাম-উল-হকের ভাগ্নে ইমাম-উল-হক। তাঁর প্রশংসায় আইরিশ অধিনায়ক পর্টারফিল্ড বলে গেলেন, ‘‘খুবই প্রতিভাবান ব্যাটসম্যান ইমাম।’’ 

নায়ক: হাফসেঞ্চুরির পরে ইমাম-উল-হক। ছবি: গেটি ইমেজেস

নায়ক: হাফসেঞ্চুরির পরে ইমাম-উল-হক। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মে ২০১৮ ০৪:৪৭
Share: Save:

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে হারলেও মন জিতে মাঠ ছাড়ল আয়ারল্যান্ড। চতুর্থ ইনিংসে পাকিস্তানের জিততে প্রয়োজন ছিল ১৬০ রান। সেই রান তুলতে গিয়ে প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তান ব্যাটসম্যানদের। ১৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সরফরাজ খানের দল। তখন ইমাম-উল-হক ও বাবর আজমের (৫৯) জুটি জয়ের রাস্তা দেখায় পাকিস্তানকে। শুরুর দিকেই বাবরের একটি ক্যাচ না ফেললে হয়তো ছবিটা বদলাতে পারত। কিন্তু দিনের শেষে পাঁচ উইকেটে জেতে পাকিস্তান। প্রথম ইনিংসে ন’উইকেটের বিনিময়ে ৩১০ রান তুলে ডিক্লেয়ার করেন সরফরাজরা। জবাবে ১৩০ রানেই শেষ হয়ে গিয়েছিল আয়ারল্যান্ডের প্রথম ইনিংস। নেপথ্যে মহম্মদ আব্বাসের চার উইকেট। প্রথম ইনিংসের ভুল শুধরে ফলো অনে ব্যাট করতে নেমেছিলেন উইলিয়াম পর্টারফিল্ড, এড জয়েসরা। কিন্তু ঐতিহাসিক ম্যাচে সেঞ্চুরি করে চমক কেভিন ও’ব্রায়ানের। ২১৭ বলে ১১৮ রান করেন তিনি। অথচ অপরাজিত ৭৪ রান করে পাকিস্তানকে জেতালেন স্বয়ং ইনজামাম-উল-হকের ভাগ্নে ইমাম-উল-হক। তাঁর প্রশংসায় আইরিশ অধিনায়ক পর্টারফিল্ড বলে গেলেন, ‘‘খুবই প্রতিভাবান ব্যাটসম্যান ইমাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Imam-ul-Haq Pakistan Ireland Test Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE