Advertisement
০৩ মে ২০২৪
Sports News

আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনির অধিনায়কত্ব দেখেছি: বিরাট

ভারতের সফলতম অধিনায়ক ধোনিই। এখন সেই জায়গা নিয়েছেন বিরাট কোহালি। কিন্তু এত বছর ধরে তাঁকে দেখেই শিখেছেন কী ভাবে মাথা ঠান্ডা রেখে দলকে পরিচালনা করতে হয়।

অনুশীলনে বিরাট কোহালি। ছবি: এএফপি।

অনুশীলনে বিরাট কোহালি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ১৪:১০
Share: Save:

চার বছর আগে এই এজবাস্টনেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছিল ভারত। আবারও সেই চ্যাম্পিয়ন্স ট্রফি, আবারও এজবাস্টন। এ বার সেমিফাইনাল। প্রতিপক্ষ বাংলাদেশ। তার আগে বিরাটের মুখে ধোনি বন্দনা। ধোনিই তাঁর অনুপ্রেরণা। বিরাট বলেন, ‘‘শেষবার ভারতীয় দলকে দারুণভাবে এই ট্রফিতে নেতৃত্ব দিয়েছিলেন এমএস (ধোনি)। আর আমি ওর থেকে অনেক প্রেরণা পাই।’’

আরও খবর: যদি কেউ চাপে থাকে তা হলে সেটা ভারত: মাশরাফি

ভারতের সফলতম অধিনায়ক ধোনিই। এখন সেই জায়গা নিয়েছেন বিরাট কোহালি। কিন্তু এত বছর ধরে তাঁকে দেখেই শিখেছেন কী ভাবে মাথা ঠান্ডা রেখে দলকে পরিচালনা করতে হয়। যদিও চরিত্রের দিক থেকে দু’জনে একদমই আলাদা। ধোনি ‘কুল’ তো বিরাট ‘আক্রমণাত্মক’। তবুও অধিনায়কত্বের শুরু থেকেই সাফল্যের ইঙ্গিত দিতে শুরু করেছেন বিরাট। এ বার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। ধোনির দেখানো পথেই হাঁটতে চান তিনি। বিরাট বলেন, ‘‘প্রতিপক্ষ বাংলাদেশ না অন্য কোনও দল সেটা বড় বিষয় নয়। অতীতেও আমি বলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে কোনও ম্যাচই সহজ নয়। আমরা পুরো দল আবারও ফাইনালে ওঠার জন্য মুখিয়ে রয়েছি।’’

কোচ অনিল কুম্বলের সঙ্গে বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে। কিন্তু সেমিফাইনালে পৌঁছনো আটকায়নি ভারতের। কারণ বিরাট মনে করেন, দল ভাল খেলেছে। তিনি বলেন, ‘‘আমরা দুটো ম্যাচ খুব ভাল খেলেছি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা গেম আমাদের অফ ডে ছিল। যেটা নিয়ে আমরা আলোচনা করেছি ও পরের ম্যাচে তার প্রভাব দেখা গিয়েছে। এই ম্যাচের জন্যও আলাদা কোনও পরিকল্পনা নেই।’’ এজবাস্টনে সম্প্রতি ভারতের রেকর্ড বেশ বাল। বিরাটের মতে, ‘‘এজবাস্টনে আমরা ভাল খেলছি। এই পিচ আমাদের খেলার জন্য উপযুক্ত। আর এখানে সমর্থক দারুণ। যারাআমাদের উদ্বুদ্ধ করে। আমরা ফাইনালে পৌঁছনোর ব্যাপারে আত্মবিশ্বাসী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE