Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mohammad Azharuddin

আজহারের বকেয়া নিয়ে সিদ্ধান্ত হতে পারে কাল

গড়াপেটার দায়ে জড়িত আজহারউদ্দিনকে বছর পাঁচেক আগে বেকসুর প্রমাণ করেছে অন্ধ্র হাইকোর্ট। বোর্ডের কাছে কত বকেয়া আছে, তা-ও আজহারের কাছে জানতে চায় আদালত।

মহম্মদ আজাহারউদ্দিন। ছবি: এএফপি।

মহম্মদ আজাহারউদ্দিন। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১২:৫৬
Share: Save:

দিল্লিতে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেসন (সিওএ) এবং বিসিসিআই আধিকারিকদের বৈঠক রয়েছে বুধবার। সেখানেই উঠতে চলেছে মহম্মদ আজাহারউদ্দিন প্রসঙ্গ। মূলত আজহারউদ্দিনের বকেয়া মেটানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা ওই বৈঠকে।

আরও পড়ুন: ভারতের হয়ে ২০১৯ বিশ্বকাপ খেলাই আমার মূল লক্ষ্য’

গড়াপেটার দায়ে জড়িত আজহারউদ্দিনকে বছর পাঁচেক আগে বেকসুর প্রমাণ করেছে অন্ধ্র হাইকোর্ট। বোর্ডের কাছে কত বকেয়া আছে, তা-ও আজহারের কাছে জানতে চায় আদালত। তবে পাঁচ বছর কেটে গেলেও আজহারউদ্দিন বিষয়ে বোর্ডের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর পরেই এই বিষয়ে সিওএ-কে লিখিত ভাবে চিঠি দেন প্রাক্তন ওই ক্রিকেটার।

আরও পড়ুন: শ্রীসন্থের নির্বাসন তুলে নিতে নির্দেশ হাইকোর্টের

সোমবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের উচ্চপদস্থ এক আধিকারিক বলেন, “বর্তমানে আজহারুদ্দিনের উপর কোনও রকম নিষেধাজ্ঞা নেই এবং বোর্ডের বিভিন্ন অনুষ্ঠানে উনি নিয়মিত অংশগ্রহণও করেন। ২০০০ সালে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিল আজহারউদ্দিন। ১৭ বছর কেটে গেলেও এখনও ওঁর পেনসন চালু হয়নি। ভাতাও পান না। এই বিষয়ে বুধবার আলোচনা করা হতে পারে সিওএ বৈঠকে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE