Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সাংবাদিকের প্রশ্ন শুনে ক্ষিপ্ত মোরিনহোর তোপ

ওল্ড ট্র্যাফোর্ডে আজ, বৃহস্পতিবার ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ লিগ টেবলে চোদ্দো নম্বরে থাকা বোর্নমুথ। ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি ম্যাঞ্চেস্টার ডার্বিতে টানেল বিতর্ক নিয়ে প্রশ্ন করতেই চটে যান মোরিনহো।

নজরে: জোসে মোরিনহোর রাগ কমছে না। নয়া কীর্তির সামনে গুয়ার্দিওলা। ফাইল চিত্র

নজরে: জোসে মোরিনহোর রাগ কমছে না। নয়া কীর্তির সামনে গুয়ার্দিওলা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ০৪:৪২
Share: Save:

ম্যাঞ্চেস্টার ডার্বির তিন দিন পরেও ক্ষোভ কমেনি জোসে মোরিনহোর। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমুথের বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে এক সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে বেরিয়ে গেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার।

ওল্ড ট্র্যাফোর্ডে আজ, বৃহস্পতিবার ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ লিগ টেবলে চোদ্দো নম্বরে থাকা বোর্নমুথ। ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি ম্যাঞ্চেস্টার ডার্বিতে টানেল বিতর্ক নিয়ে প্রশ্ন করতেই চটে যান মোরিনহো। তিনি বলেছেন, ‘‘প্রশ্নটা দু’দলের শিক্ষা, ব্যবহার এবং বৈচিত্রের। তার চেয়ে বেশি কিছু নয়। আপনি খুব ভালই জানেন আর্সেনালের বিরুদ্ধে জয়ের পর এমিরেটস স্টেডিয়ামে আমরা কী করেছিলাম। জয়ী দলের কী ব্যবহার করা উচিত, দেখিয়ে দিয়েছিলাম।’’

এর পরেই সেই সাংবাদিকের উদ্দেশে ‘দ্য স্পেশ্যাল ওয়ান’-এর তোপ, ‘‘আমি চললাম। আপনি মনে হয়, বোর্নমুথকে পছন্দ করেন না, সম্মান দিতেও রাজি নন। বোর্নমুথ যে ওল্ড ট্র্যাফোর্ডে খেলার যোগ্য, সেটাও আপনি মনে করেন না। এডি হাও (বোর্নমুথ ম্যানেজার) বা ফুটবলারদেরও আপনি সম্মান করেন বলে মনে হয় না। সংবাদ মাধ্যম নয়, আপনি মনে হয় অন্য কোনও ক্লাবের হয়ে কাজ করছেন।’’

ওল্ড ট্র্যাফোর্ডের টানেলে বোতলের আঘাতে চোখের উপরের অংশ কেটে গিয়েছিল পেপ গুয়ার্দিওলার সহকারী মিকেল আর্তেতা-র। ব্রিটিশ মিডিয়ার দাবি, ম্যান ইউনাইটেড স্ট্রাইকার রোমেলু লুকাকু-র ছোড়া বোতলেই রক্তাক্ত হন আর্তেতা। যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে ইংল্যান্ড এফএ। টানেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন এফএ আধিকারিকরা। এই ঘটনার জেরে শাস্তির সম্ভাবনা বাড়ছে লুকাকু-র। বোর্নমুথের বিরুদ্ধে ম্যাচের আগে তা নিয়ে উদ্বিগ্ন কি না প্রশ্নতেও চটে যান মোরিনহো। তিনি বলেছেন, ‘‘ও যে অপরাধী তা প্রমাণ করুন এবং শাস্তি দিন।’’

তিন ম্যাচ নির্বাসিত থাকায় বোর্নমুথের বিরুদ্ধেও পল পোগবা-কে পাচ্ছেন না ম্যান ইউনাইটেড ম্যানেজার। তবে চোট সারিয়ে বৃহস্পতিবার মাঠে ফিরতে পারেন মারুয়ান ফেলাইনি।

বৃহস্পতিবার মাঠে নামছে ম্যাঞ্চেস্টার সিটি-ও। প্রতিপক্ষ লিগ টেবলে সবার শেষে থাকা সোয়ানসি সিটি। মাংসপেশির চোটের কারণে পেপ গুয়ার্দিওলা পাচ্ছেন না ভিনসেন্ট কোম্পানিকে। এ ছাড়া নেই বেঞ্জামিন মেন্দি ও জন স্টোনস। ম্যান সিটি ম্যানেজার বলেছেন, ‘‘ঘরের মাঠে সোয়ানসির রেকর্ড খুব ভাল। তবে আমার একমাত্র লক্ষ্য ইপিএলে টানা পনেরোটি ম্যাচ জেতার রেকর্ড ভাঙা।’’

একই দিনে ওয়েস্ট ব্রমউইচের বিরুদ্ধে অ্যানফিল্ড গ্রাউন্ডে লিভারপুল। ফিলিপে কুটিনহো ও রবের্তো ফিরমিনহো-কে প্রথম একাদশে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন য়ুর্গেন ক্লপ। আর্সেনালের প্রতিপক্ষ চেলসিকে হারিয়ে অঘটন ঘটানো ওয়েস্টহ্যাম। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য অ্যারন র‌্যামসে-কে এই ম্যাচে পাচ্ছেন না আর্সেন ওয়েঙ্গার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE