Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জয়ের খোঁজে কলকাতা, মুম্বই

এটিকে ও মুম্বই শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। তবে রণবীর কপূরের দল একটি ম্যাচ জিতছে। এটিকে ড্র করেছে একটি ম্যাচে। তবে মুম্বইয়ের শেষ চারে খেলা পুরোটাই নির্ভর করছে অন্য দলগুলোর পয়েন্ট নষ্ট করার উপর।

 এটিকে প্র্যাকটিসে রবি কিন। শনিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

এটিকে প্র্যাকটিসে রবি কিন। শনিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩০
Share: Save:

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ দু’বারের চ্যাম্পিয়ন এটিকে। কিন্তু এই মরসুমে দশ দলের লিগে ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে রবি কিন-রা। খেতাবি দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে এটিকে।

১৪ ম্যাচ ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সাত নম্বরে মুম্বই সিটি এফসি। তবে অঙ্কের বিচারে এখন শেষ চারে ওঠার ক্ষীণ সম্ভাবনা বেঁচে রয়েছে তাদের।

এটিকে ও মুম্বই শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। তবে রণবীর কপূরের দল একটি ম্যাচ জিতছে। এটিকে ড্র করেছে একটি ম্যাচে। তবে মুম্বইয়ের শেষ চারে খেলা পুরোটাই নির্ভর করছে অন্য দলগুলোর পয়েন্ট নষ্ট করার উপর। এটিকের বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে মুম্বই কোচ আলেকজান্দ্রো গুইমারেস বললেন, ‘‘শেষ চারে ওঠার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব। এই ম্যাচটা তাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

এটিকে কোচ অ্যাশলে ওয়েস্টউডের লক্ষ্য বাকি ম্যাচগুলোয় ভাল ফল করে মরসুম শেষ করা। তিনি বললেন, ‘‘ফুটবলাররা সকলেই মাঠে নেমে জিততে চায়। তবে কেউ যদি সেটা না চায়, তাকে অনুশীলনে খুঁজে বার করাটা আমার দায়িত্ব। অনিচ্ছুক ফুটবলারকে প্রথম দলে কখনওই রাখব না আমি।’’

ট্রফির দৌড় থেকে এটিকে ছিটকে গেলেও প্রতিপক্ষকে একেবারেই হাল্কা ভাবে নিচ্ছেন না মুম্বই কোচ। আলেকজান্দ্রো বললেন, ‘‘এমন একটা দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে, যাদের নক-আউটে ওঠার সম্ভাবনাই নেই। ওদের নতুন করে হারানোরও কিছু নেই। ফলে এই ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাটা সব সময়ই কঠিন।’’

হার দিয়েই আইএসএলে অভিযান শুরু করেছিল মুম্বই। ঘরের মাঠে বলবন্ত সিংহ, অবিনাশ রুইদাসরা হেরেছিলেন বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে অবশ্য এফসি গোয়াকে হারায় মুম্বই। তৃতীয় ম্যাচ ফের হার এফসি পুণে সিটির বিরুদ্ধে। আলেকজান্দ্রোর ব্যাখ্যা, ‘‘এই মরসুমে আমরা কিন্তু খুব একটা খারাপ খেলিনি। তবে এমন কিছু ভুল করেছি, যার ফল এখন ভোগ করতে হচ্ছে।’’

শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া চেন্নাইয়িন এফসি-ও। রবিবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আগের ম্যাচে গোয়াকে ১-০ হারিয়ে চনমনে জেজে লালপেখলুয়া-রা। রবিবার মেহতাব হোসেন-দের হারিয়েই শেষ চারে খেলা নিশ্চিত করতে মরিয়া জেজে লালপেখলুয়া-রা।

আইএসএলে আজ: চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি (বিকেল, ৫.৩০)। এটিকে বনাম মুম্বই সিটি এফসি (রাত, ৮.০০)। সব ম্যাচ সরাসরি স্টার স্পোর্টস টু চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISL ATK Mumbai Ciry FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE