Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নেমারের মানাতে অসুবিধে হবে না, বলছেন জিদান

তিনি, নেমার কি সত্যিই রিয়াল মাদ্রিদ-মুখী? এই প্রশ্ন করা হল জিনেদিন জিদান-কে। রিয়ালের ম্যানেজার বলে দেন, তিনি জল্পনায় ঢুকতে চান না। তবে তাঁর কোনও সন্দেহ নেই যে, নেমার তাঁর দলে ভাল মতোই মানিয়ে নিতে পারবেন।

চোট নিয়েও চুলের নয়া ছাঁটে হইচই ফেললেন নেমার।

চোট নিয়েও চুলের নয়া ছাঁটে হইচই ফেললেন নেমার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ০৩:৫৩
Share: Save:

জল্পনা ক্রমশ বাড়ছে তাঁকে নিয়ে। স্পেনের সংবাদমাদ্যমে জোর খবর যে, তিনি নাকি প্যারিস সঁ জারমঁ ছেড়ে চলে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে। মাঝে খবর ছড়িয়েছিল, পুরনো ক্লাব বার্সেলোনাতেও যেতে পারেন। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বার্সা কর্তারাই।

তিনি, নেমার কি সত্যিই রিয়াল মাদ্রিদ-মুখী? এই প্রশ্ন করা হল জিনেদিন জিদান-কে। রিয়ালের ম্যানেজার বলে দেন, তিনি জল্পনায় ঢুকতে চান না। তবে তাঁর কোনও সন্দেহ নেই যে, নেমার তাঁর দলে ভাল মতোই মানিয়ে নিতে পারবেন। নেমারের রিয়ালে যোগদান নিয়ে তিনি বলে দিয়েছেন, ‘‘লোকে অনেক কথা বলতে পারে। কিন্তু আমি কী জানি, আমাদের দলের ফুটবলাররা কী জানে, সেটাই গুরুত্বপূর্ণ। এবং, আমরা এটাই জানি যে, নেমার খুব ভাল ফুটবলার কিন্তু ও আমাদের নয়।’’ যাঁকে নিয়ে জল্পনা, সেই নেমার আবার হইচই ফেলে দিয়েছেন নতুন চুলের ছাঁটে।

রিয়ালে ইতিমধ্যেই রয়েছে বিবিসি। বেল, বেঞ্জেমা, ক্রিশ্চিয়ানো। তাঁদের পাশাপাশি কি আবার নেমার-কে জায়গা দেওয়া সম্ভব? প্রশ্ন করায় জিদানের জবাব, ‘‘আমি জানি না। ভাল খেলোয়াড়রা যে কোনও দলে, যে কারও সঙ্গে মিশে যেতে পারে। একসঙ্গে খেলতে ভাল খেলোয়াড়দের কোনও অসুবিধে হয় না। কিন্তু ক্লাব কী করবে, সেটা তাদের ব্যাপার।’’

রবিবার জিদানের দল নিজেদের ঘরের মাঠ বের্নাবাউতে লা লিগার ম্যাচ খেলতে নামছে জিরোনার বিরুদ্ধে। স্প্যানিশ লিগে নতুন উত্তরণ ঘটা জিরোনার কাছে প্রথম লেগে তাদের মাঠে গিয়ে হেরেছিল রিয়াল। সেই কথা মনে করানোয় জিদান বলেছেন, ‘‘স্পেনের লিগ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে দুর্বল দল বলে কিছু নেই।’’ দ্রুত যোগ করছেন, ‘‘ওরা বেশ ভাল খেলছে। খুব ভাল একটা মরসুম যাচ্ছে ওদের। আমরা ভাল প্রস্তুতি নিয়েছি। আসল হচ্ছে, মাঠে গিয়ে কেমন খেললাম। সেটাই দেখার অপেক্ষায় আছি।’’

প্রথম একাদশের সব ফুটবলারকেই এই ম্যাচের জন্য পাচ্ছেন জিদান। প্রাক-ম্যাচ অনুশীলনে সকলকেই দেখা গিয়েছে। গ্যারেথ বেল বা লুকা মড্রিচের চোট নিয়েও আর কোনও অস্বস্তির চিহ্ন নেই। এর মধ্যে কোনও খেলা ছিল না বলে তরতাজা অবস্থাতে সকলকে নামাতে পারবেন তিনি। ‘‘আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। লিগে দ্বিতীয় স্থানে উঠে আসাটাও দরকার। এই মুহূর্তে আতলেতিকো দে মাদ্রিদ রয়েছে দুই নম্বরে।’’ প্রথম স্থানে রয়েছে লিও মেসির বার্সেলোনা। তারা প্রায় নিশ্চিতই করে ফেলেছে লা লিগা জয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Neymar Zinedine Zidane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE