Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Ricky Ponting

ফের অস্ট্রেলিয়া দলে পন্টিং

টি২০ ফর্ম্যাটের ক্রিকেটে পন্টিংয়ের অভিজ্ঞতা নিয়ে কোনও প্রশ্ন নেই। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা অস্ট্রেলিয়ার প্রথম টি২০ ম্যাচে অধিনায়কও ছিলেন রিকি।

রিকি পন্টিং।—ফাইল চিত্র।

রিকি পন্টিং।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮ ১৬:২৮
Share: Save:

ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে নামার আগে অস্ট্রেলিয়াকে শক্তিশালী করতে রিকি পন্টিংকে সহকারি কোচ হিসেবে নিযুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)।

মঙ্গলবার সিএ-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। আগামী মাসেই ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্ট খেলবে অস্ট্রেলিয়া।

টি২০ ফর্ম্যাটের ক্রিকেটে পন্টিংয়ের অভিজ্ঞতা নিয়ে কোনও প্রশ্ন নেই। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা অস্ট্রেলিয়ার প্রথম টি২০ ম্যাচে অধিনায়কও ছিলেন রিকি। ২০০৭ এবং ২০০৯-এর টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্বও সামলেছিলেন পন্টিং। এ ছাড়া আইপিএলেও খেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

আরও পড়ুন: ডোপিংয়ের দায়ে নির্বাসিত ইউসুফ পাঠান

আরও পড়ুন: ভারতের হারে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ সমর্থকদের

নতুন দায়িত্ব পেয়ে পন্টিং বলেন, “আমার মনে হয় টি২০ ক্রিকেটেই আমার পুরো জীবন কাটবে। বিগব্যাশে ধারাভাষ্যের পাশাপাশি আইপিএল-এ কোচিংও করাচ্ছি। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ড্যারেন, ট্রয় এবং ম্যাথুজের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE