Advertisement
২৭ এপ্রিল ২০২৪
First Test in Cricket History

ঐতিহাসিক দিনেই আজ ইতিহাস ছুঁল বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট এখন সাবালক। এই সে দিনও যে দেশটাকে ক্রিকেটের মাঠে খুব একটা গুরুত্ব দেওয়া হত না, আজ সে সমীহ আদায় করতে শুরু করে দিয়েছে। ব্যক্তিগত স্তরে উঠে আসছেন অনেক বেশি প্রতিভাবান ক্রিকেটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে আজ নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে তারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ১৩:১১
Share: Save:
০১ ১৪
অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলতে এসেছিল ইংল্যান্ড। ১৮৭৬-র নভেম্বরে অধিনায়ক জেমস লিলিহোয়াইটের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় আসে ইংল্যান্ড। দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।

অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলতে এসেছিল ইংল্যান্ড। ১৮৭৬-র নভেম্বরে অধিনায়ক জেমস লিলিহোয়াইটের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় আসে ইংল্যান্ড। দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।

০২ ১৪
১২ জনের দল নিয়ে অধিনায়ক লিলিহোয়াইট পৌঁছন অস্ট্রেলিয়ায়। খাতায় কলমে ইংল্যান্ড দলের তুলনায় অস্ট্রেলিয়া ছিল বেশ দুর্বল।

১২ জনের দল নিয়ে অধিনায়ক লিলিহোয়াইট পৌঁছন অস্ট্রেলিয়ায়। খাতায় কলমে ইংল্যান্ড দলের তুলনায় অস্ট্রেলিয়া ছিল বেশ দুর্বল।

০৩ ১৪
টেস্ট শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার পেসার ফ্রেড স্পফোর্থ জানিয়ে দেয় তাঁর পছন্দ মতো উইকেটকিপার না নিলে তিনি খেলবেন না। নির্বাচকরা তাঁর কথায় আমল না দিয়ে নতুন বোলার ফ্রাঙ্ক অ্যালেনকে নিয়ে আসেন।

টেস্ট শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার পেসার ফ্রেড স্পফোর্থ জানিয়ে দেয় তাঁর পছন্দ মতো উইকেটকিপার না নিলে তিনি খেলবেন না। নির্বাচকরা তাঁর কথায় আমল না দিয়ে নতুন বোলার ফ্রাঙ্ক অ্যালেনকে নিয়ে আসেন।

০৪ ১৪
১৮৭৭-র ১৫ মার্চ সকাল। মেলবোর্ন স্টেডিয়ামে প্রায় ১৫০০ দর্শক উপস্থিত। রৌদ্রোজ্জ্বল দুপুরে ঠিক একটায় শুরু হয় প্রথম টেস্ট। অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

১৮৭৭-র ১৫ মার্চ সকাল। মেলবোর্ন স্টেডিয়ামে প্রায় ১৫০০ দর্শক উপস্থিত। রৌদ্রোজ্জ্বল দুপুরে ঠিক একটায় শুরু হয় প্রথম টেস্ট। অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

০৫ ১৪
ইংল্যান্ডের অ্যালফ্রেড শ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার। তাঁর প্রথম বলটি খেলেন অস্ট্রেলীয় ওপেনার চার্লস ব্যানারম্যান।

ইংল্যান্ডের অ্যালফ্রেড শ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার। তাঁর প্রথম বলটি খেলেন অস্ট্রেলীয় ওপেনার চার্লস ব্যানারম্যান।

০৬ ১৪
চার্লস ব্যানারম্যান অনেকগুলি নজির গড়েন এই টেস্টে। তিনিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বলটি খেলেন। দ্বিতীয় বলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম রানটি আসে তাঁর ব্যাট থেকেই। অভিষেক টেস্টে শতরান করেন ব্যানারম্যান। অর্থাত্ টেস্ট ক্রিকেটে প্রথম শতরানকারীও তিনি।

চার্লস ব্যানারম্যান অনেকগুলি নজির গড়েন এই টেস্টে। তিনিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বলটি খেলেন। দ্বিতীয় বলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম রানটি আসে তাঁর ব্যাট থেকেই। অভিষেক টেস্টে শতরান করেন ব্যানারম্যান। অর্থাত্ টেস্ট ক্রিকেটে প্রথম শতরানকারীও তিনি।

০৭ ১৪
প্রথম উইকেট পড়ে চার ওভারের মাথায়। অ্যালেন হিলের বলে মাত্র এক রানে আউট হন ন্যাট থম্পসন। অর্থাত্ টেস্টের ইতিহাসের প্রথম উইকেট শিকারি বোলার হয়ে যান হিল। প্রথম শিকার থম্পসন।

প্রথম উইকেট পড়ে চার ওভারের মাথায়। অ্যালেন হিলের বলে মাত্র এক রানে আউট হন ন্যাট থম্পসন। অর্থাত্ টেস্টের ইতিহাসের প্রথম উইকেট শিকারি বোলার হয়ে যান হিল। প্রথম শিকার থম্পসন।

০৮ ১৪
প্রথম দিনেই অস্ট্রেলিয়ার ১৬৬ রানে ৬ উইকেট পড়ে যায়। এর মধ্যে ব্যানারম্যানের ব্যক্তিগত স্কোর ছিল ১২৬ নট আউট। পর দিন তিনি ১৬৫ রান করে আহত, অবসৃত হন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২৪৫।

প্রথম দিনেই অস্ট্রেলিয়ার ১৬৬ রানে ৬ উইকেট পড়ে যায়। এর মধ্যে ব্যানারম্যানের ব্যক্তিগত স্কোর ছিল ১২৬ নট আউট। পর দিন তিনি ১৬৫ রান করে আহত, অবসৃত হন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২৪৫।

০৯ ১৪
জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে হ্যারি জাপ (৬৩) ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ১৯৬।

জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে হ্যারি জাপ (৬৩) ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ১৯৬।

১০ ১৪
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করে ১০৪ রান। ব্যানারম্যান মাত্র ৪ রান করেন এই ইনিংসে। এর পর ইংল্যান্ড ১০৮ রানে অল আউট হয়ে যায়। ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচটিতে ৪৫ রানে জেতে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করে ১০৪ রান। ব্যানারম্যান মাত্র ৪ রান করেন এই ইনিংসে। এর পর ইংল্যান্ড ১০৮ রানে অল আউট হয়ে যায়। ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচটিতে ৪৫ রানে জেতে অস্ট্রেলিয়া।

১১ ১৪
টেস্ট ক্রিকেটে এই গোড়ার পর্বে ম্যাচের কোনও পূর্ব নির্ধারিত সময়সীমা ছিল না। যত ক্ষণ না চারটে ইনিংস শেষ হবে তত ক্ষণ খেলা চলবে এটাই ছিল নিয়ম।

টেস্ট ক্রিকেটে এই গোড়ার পর্বে ম্যাচের কোনও পূর্ব নির্ধারিত সময়সীমা ছিল না। যত ক্ষণ না চারটে ইনিংস শেষ হবে তত ক্ষণ খেলা চলবে এটাই ছিল নিয়ম।

১২ ১৪
বিশ্বের প্রথম টেস্ট ম্যাচটি চার দিন ধরে চলেছিল। এর মাঝে রবিবার পড়ায় বিশ্রাম নেয় দুই দলই। প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জিতলেও ইংল্যান্ড পরের টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায়।

বিশ্বের প্রথম টেস্ট ম্যাচটি চার দিন ধরে চলেছিল। এর মাঝে রবিবার পড়ায় বিশ্রাম নেয় দুই দলই। প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জিতলেও ইংল্যান্ড পরের টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায়।

১৩ ১৪
আজ বাংলাদেশের ১০০ তম টেস্ট। আজই শুরু হয়েছিল বিশ্বের প্রথম টেস্ট। এক সারিতে সময় মিলিয়ে দিল এই দুই ঘটনাকে। তবে বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছিল ২০০০ সালে। ঢাকায় একটি টেস্ট খেলতে যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল।

আজ বাংলাদেশের ১০০ তম টেস্ট। আজই শুরু হয়েছিল বিশ্বের প্রথম টেস্ট। এক সারিতে সময় মিলিয়ে দিল এই দুই ঘটনাকে। তবে বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছিল ২০০০ সালে। ঢাকায় একটি টেস্ট খেলতে যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল।

১৪ ১৪
ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টের সঙ্গে বেশ কয়েকটি মিল ছিল বাংলাদেশ টেস্টেও। অভিষেক টেস্টে প্রথম শতরান করেন আমিনুল ইসলাম (১৪৫)। প্রথম ইনিংসে ৪০০ রানের বড় স্কোর খাড়া করে বাংলাদেশ। জবাবে ভারতও করে ৪২৯ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিং দাপটে তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশি ব্যাটিং লাইনআপ। মাত্র ৯১ রান করে ৬৩ রানের টার্গেট দেয় তারা। যদিও সে টেস্ট হারতে হয়ছিল বাংলাদেশকে। ৪ দিনে খেলা শেষ হয় তাদেরও।

ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টের সঙ্গে বেশ কয়েকটি মিল ছিল বাংলাদেশ টেস্টেও। অভিষেক টেস্টে প্রথম শতরান করেন আমিনুল ইসলাম (১৪৫)। প্রথম ইনিংসে ৪০০ রানের বড় স্কোর খাড়া করে বাংলাদেশ। জবাবে ভারতও করে ৪২৯ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিং দাপটে তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশি ব্যাটিং লাইনআপ। মাত্র ৯১ রান করে ৬৩ রানের টার্গেট দেয় তারা। যদিও সে টেস্ট হারতে হয়ছিল বাংলাদেশকে। ৪ দিনে খেলা শেষ হয় তাদেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE