Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট

বোলিংয়ের শীর্ষে অবশ্য পাকিস্তানের ইমাদ ওয়াসিম। পয়েন্ট ৭৪২। মাত্র পাঁচ পয়েন্ট পিছনেই দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের যশপ্রীত বুমরাহ। তিনে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। টি২০ অল-রাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩০
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ব্যাট করতে নেমে রান আসেনি অধিনায়ক বিরাট কোহালির ব্যাট থেকে। কিন্তু সে দিনই প্রকাশিত আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখার খবর এল। অন্যদিকে দারুণ খবর যশপ্রীত বুমরাহর জন্য। বোলিংয়ে উঠে এলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে ছাপিয়ে পৌঁছে গেলেন দু’নম্বরে।

আরও পড়ুন

ম্যাক্সওয়েলের দুরন্ত ক্যাচে বিরাটের আউট হওয়ার ভিডিও ভাইরাল

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে অস্থায়ী গ্যালারি ভেঙে আহত ৩ সমর্থক

৮২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বিরাট অনেকটাই এগিয়ে থাকলে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের থেকে। দ্বিতীয় স্থানে থাকা ফিঞ্চের পয়েন্ট ৭৮৭। তিন নম্বরে ৭৮০ পয়েন্ট নিয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। চারে নিউজিল্যান্ডের কেন উইলিমাসন ও পাঁচে অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সওয়েল। রবিবার যাঁর দুরন্ত ক্যাচেই কোনও রান না করে প্যাভেলিয়নে ফিরতে হয়েছে বিরাট কোহালিকে। বোলিংয়ের শীর্ষে অবশ্য পাকিস্তানের ইমাদ ওয়াসিম। পয়েন্ট ৭৪২। মাত্র পাঁচ পয়েন্ট পিছনেই দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের যশপ্রীত বুমরাহ। তিনে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। চারে আফঘানিস্তানের রশিদ খান ও পাঁচে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। টি২০ অল-রাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সেরা পাঁচে রয়েছেন আরও এক বাংলাদেশ ক্রিকেটার। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিনে আফগানিস্তানের মহম্মদ নবি। চারে ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস। পাঁচে বাংলাদেশের মাহমুদুল্লাহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE