Advertisement
১৫ জুন ২০২৪

কোপার দ্বিতীয় দিন লাল কার্ডের হ্যাটট্রিক

কোপার দ্বিতীয় দিন জয়ের মুখ দেখল মেক্সিকো ও ভেনেজুয়েলা। মেক্সিকো উরুগুয়েকে হারিয়ে দিল ৩-১ গোলে। ভেনেজুয়েলার কাছে ০-১ গোলে হারের মুখ দেখতে হল জামাইকাকে। ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে গিয়েছিল ভেনেজুয়েলা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ১৬:৪৪
Share: Save:

কোপার দ্বিতীয় দিন জয়ের মুখ দেখল মেক্সিকো ও ভেনেজুয়েলা। মেক্সিকো উরুগুয়েকে হারিয়ে দিল ৩-১ গোলে। ভেনেজুয়েলার কাছে ০-১ গোলে হারের মুখ দেখতে হল জামাইকাকে। ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে গিয়েছিল ভেনেজুয়েলা।

ম্যাচের একমাত্র গোলটি করলেন জোসেফ আলেজান্দার মার্টিনেজ। গোল হজমের ৮ মিনিটের মধ্যেই অবশ্য ১০ জনে হয়ে যায় জামাইকা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জামাইকার রোডলফ অস্টিন। এর পর আর কোনও দলই গোল করতে পারেনি। যদিও প্রথম থেকে শেষ পর্যন্ত একাধিক গোলের সুযোগ নষ্ট করল দুই দল।

অন্য ম্যাচে মেক্সিকোর সামনে দাঁড়াতেই পারল না উরুগুয়ে। সেম সাইড গোল দিয়ে শুরু হয়ে ৩-১ গোলে বাজিমাত মেক্সিকোর। পেরেরার সেম সাইড গোলে ম্যাচ শুরুর ৪ মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল মেক্সিকো। ৭৪ মিনিটে উরুগুয়েকে সমতায় ফেরান দিয়েগো রবার্তো গডিন। কিন্তু এই ফল ধরে রাখতে পারেনি দল।

৮৫ মিনিটে মেক্সিকোর হয়ে ২-১ করেন রাফায়েল মার্কেজ। ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগে ৩-১ করে যান হেক্টর মিগুয়েল হেরেরা লোপেজ। এই ম্যাচেও হল জোড়া লাল কার্ড। প্রথমার্ধের শেষ মুহূর্তে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন উরুগুয়ের মাতিয়াস ভাসিনো ফালেরো। ৭৫ মিনিটে একইভাবে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন মেক্সিকোর গুয়ারদাদো হার্নান্ডেজ।

আরও খবর

ইকুয়েডরের গোল বাতিল নিয়ে শুরুতেই বিতর্ক কোপায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Copa America 2016 Mexico Uruguay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE