Advertisement
০১ নভেম্বর ২০২৪

সিবিআই হানা সাইয়ে, গ্রেফতার ৪

বেশ কয়েক বছর ধরেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছিল সাই-এর বেশ কিছু আধিকারিকের বিরুদ্ধে।

বেশ কয়েক বছর ধরেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছিল সাই-এর বেশ কিছু আধিকারিকের বিরুদ্ধে।

বেশ কয়েক বছর ধরেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছিল সাই-এর বেশ কিছু আধিকারিকের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৫:২৭
Share: Save:

ঘুষ-সহ নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাই-এর সদর দফতর থেকে চার আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। যে তালিকায় রয়েছেন সাই-এর ডিরেক্টরও।

বেশ কয়েক বছর ধরেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছিল সাই-এর বেশ কিছু আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, পাওনা পড়ে থাকা ১৯ লক্ষ টাকা দাবি করতে সাই-এর আধিকারিকেরা টাকার দাবি করেন। তার ভিত্তিতে এ দিন বিকেল পাঁচটার সময় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাই-এর সদর দফতরে সিবিআই হানা দেয়। সেখান থেকে গ্রেফতার করা হয় ডিরেক্টর এস কে খন্না, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার হারিন্দ্র প্রসাদ, সুপারভাইসর ললিত জোলি এবং ইউডিসি ভি কে শর্মা। তা ছাড়াও ঠিকাদার মনদীপ আহুজা এবং ইউনুস নামে এক কর্মীকে গ্রেফতার করেছে সিবিআই। এদের প্রত্যেকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। সিবিআই-এর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে রাঠৌর বলেছেন, ‘‘সরকার দুর্নাতিমুক্ত ভারত গড়তে দায়বদ্ধ। সেই কারণে আমরা যখনই সাই-এর বেশ কিছু আধিকারিকের আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার খবর পেয়েছিলাম, তখনই সিবিআইকে তাঁদের বিষয়ে সমস্ত তথ্য দিয়েছিলাম। তারই ভিত্তিতে এ দিনের এই হানা।’’ ওই ভিডিয়োতে রাঠৌর আরও বলেছেন, ‘‘যে কোনও রকমের দুর্নীতি বন্ধ করতে আমরা কঠোরতম পদক্ষেপ করব।’’

অন্য বিষয়গুলি:

SAI Sports Authority Of India Corruption
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE