Advertisement
০৩ মে ২০২৪

জিদান পরবর্তী রিয়ালের দায়িত্ব নিতে পারেন যাঁরা

আচমকাই রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান। যা শুনে প্রেস মিটে উপস্থিত সাংবাদিকদের মতোই হতবাক গোটা দুনিয়া। জিদান সরে দাঁড়ানোর ফলে রিয়েলের ম্যানেজার পদের দৌড়ে উঠে আসছে বেশ কয়েকটি নাম। দেখে নেওয়া যাক এমনই কয়েকটি সম্ভাব্য নাম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ১০:১৭
Share: Save:
০১ ০৬
আচমকাই রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান। যা শুনে প্রেস মিটে উপস্থিত সাংবাদিকদের মতোই হতবাক গোটা দুনিয়া। জিদান সরে দাঁড়ানোর ফলে রিয়েলের ম্যানেজার পদের দৌড়ে উঠে আসছে বেশ কয়েকটি নাম। দেখে নেওয়া যাক এমনই কয়েকটি সম্ভাব্য নাম।

আচমকাই রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান। যা শুনে প্রেস মিটে উপস্থিত সাংবাদিকদের মতোই হতবাক গোটা দুনিয়া। জিদান সরে দাঁড়ানোর ফলে রিয়েলের ম্যানেজার পদের দৌড়ে উঠে আসছে বেশ কয়েকটি নাম। দেখে নেওয়া যাক এমনই কয়েকটি সম্ভাব্য নাম।

০২ ০৬
য়ুর্গেন ক্লপ: এ বার রিয়েল মাদ্রিদের দায়িত্ব আসতে পারেন য়ুর্গেন। শেষ তিন বছর লিভারপুলের দায়িত্বে আছেন তিনি। তাঁর কোচিংয়ে এ বছর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও খেলেছে দল। ইতিমধ্যেই তাঁর নাম শোনা যেতে শুরু করেছে।

য়ুর্গেন ক্লপ: এ বার রিয়েল মাদ্রিদের দায়িত্ব আসতে পারেন য়ুর্গেন। শেষ তিন বছর লিভারপুলের দায়িত্বে আছেন তিনি। তাঁর কোচিংয়ে এ বছর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও খেলেছে দল। ইতিমধ্যেই তাঁর নাম শোনা যেতে শুরু করেছে।

০৩ ০৬
গুতি: রিয়েলের অনুর্ধ্ব ১৯ দলের দায়িত্বে রয়েছেন। তাঁর কোচিং নিয়ে কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। রিয়ালের হয়ে প্রায় ১৫ বছর খেলেছেন এই মিডফিল্ডার। জিদানের পরিবর্ত হিসেবে শোনা যাচ্ছে তাঁর নাম।

গুতি: রিয়েলের অনুর্ধ্ব ১৯ দলের দায়িত্বে রয়েছেন। তাঁর কোচিং নিয়ে কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। রিয়ালের হয়ে প্রায় ১৫ বছর খেলেছেন এই মিডফিল্ডার। জিদানের পরিবর্ত হিসেবে শোনা যাচ্ছে তাঁর নাম।

০৪ ০৬
জোয়াকিম লো: দশ বছরের বেশি জার্মানির সিনিয়র দলের দায়িত্বে রয়েছেন লো। তাঁর কোচিংয়ে বিশ্বকাপ জিতেছে জার্মানি। জিদানের পরিবর্ত হিসেবে অন্যতম দাবিদার তিনিও।

জোয়াকিম লো: দশ বছরের বেশি জার্মানির সিনিয়র দলের দায়িত্বে রয়েছেন লো। তাঁর কোচিংয়ে বিশ্বকাপ জিতেছে জার্মানি। জিদানের পরিবর্ত হিসেবে অন্যতম দাবিদার তিনিও।

০৫ ০৬
আন্তোনিও কন্তে: ইতালির ম্যানেজারের দায়িত্ব সামলেছেন এই প্রাক্তন ফুটবলার। এ বার জিদানের পরিবর্ত হিসেবে কন্তের নাম শোনা যেতে শুরু করেছে।

আন্তোনিও কন্তে: ইতালির ম্যানেজারের দায়িত্ব সামলেছেন এই প্রাক্তন ফুটবলার। এ বার জিদানের পরিবর্ত হিসেবে কন্তের নাম শোনা যেতে শুরু করেছে।

০৬ ০৬
আর্সেন ওয়েঙ্গার: ২২ বছর সামলেছেন আর্সেনালের দায়িত্ব। চলতি বছর দায়িত্ব ছেড়েছেন ৬৮ বছরের কোচ। জিদানের বিকল্প হিসেবে প্রথমেই শোনা যাচ্ছে তাঁর নাম।

আর্সেন ওয়েঙ্গার: ২২ বছর সামলেছেন আর্সেনালের দায়িত্ব। চলতি বছর দায়িত্ব ছেড়েছেন ৬৮ বছরের কোচ। জিদানের বিকল্প হিসেবে প্রথমেই শোনা যাচ্ছে তাঁর নাম।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE