Advertisement
২৭ মে ২০২৪
Amit Pangal

ইতিহাস অমিত পঙ্ঘালের, উঠলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে

৫২ কেজি বিভাগের সেমিফাইনালে জিতলেন অমিত পঙ্ঘাল। রুপো নিশ্চিত করলেন তিনি। অন্যদিকে, ৬৩ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে গেলেন মণীশ কৌশিক। ব্রোঞ্জ পেলেন তিনি।

সোনা জিততে পারবেন অমিত পাঙ্গাল? ফাইল ছবি।

সোনা জিততে পারবেন অমিত পাঙ্গাল? ফাইল ছবি।

সংবাদ সংস্থা
একাতেরিনবার্গ শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৭
Share: Save:

ভারতীয় বক্সিংয়ে ইতিহাস সৃষ্টি করলেন অমিত পঙ্ঘাল। শুক্রবার পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন তিনি। এর আগে কোনও ভারতীয় বক্সার এই প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারেননি।

৫২ কেজি বিভাগের সেমিফাইনালে অমিত ৩-২ হারালেন কাজাখস্তানের সাকেন বিবোসিনোভকে। দ্বিতীয় বাছাই অমিতের এখন রুপো পাওয়া নিশ্চিত। শনিবার ফাইনালে তাঁর সামনে উজবেকিস্তানের শাখোবিদিন জোইরভ। সেমিফাইনালে জোইরভ হারিয়েছেন ফ্রান্সের বিলাল বেননামাকে।

২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন অমিত। সেই বছরই বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম বার নেমেই কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। ২০১৮ সালে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হন তিনি। চলতি বছরে এর মধ্যেই তিনি ৫২ কেজি বিভাগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। পরের বছরের টোকিয়ো অলিম্পিকে ৪৯ কেজি বিভাগ নেই। তাই অমিত ৫২ কেজি বিভাগে চলে এসেছেন।

আরও পড়ুন: ফিরে এল পুরনো স্মৃতি! ভারতের অনুশীলনে দ্রাবিড়

আরও পড়ুন: ধোনির বাইরে তাকানোর সময় এসে গিয়েছে! কে বললেন জানেন?​

এদিকে, অমিত ফাইনালে উঠলেও ৬৩ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে গেলেন মণীশ কৌশিক। ফলে, ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। সেমিফাইনালে শীর্ষবাছাই কিউবার অ্যান্ডি গোমেজ ক্রুজের কাছে ০-৫ হারেন কৌশিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE