Advertisement
১৬ জুন ২০২৪

জয়ের সরণিতে আর্সেনাল

লিভারপুলের কাছে গত শনিবারই বিশ্রী হারের পরে আবার ঘুরে দাঁড়াল উনাই এমেরির আর্সেনাল। মঙ্গলবার প্রিমিয়ার লিগে গানার্সরা ৪-১ গোলে হারাল ক্লাওদিয়ো রেনিয়েরির ফুলহ্যামকে। এই জয়ের পরে পাঁচ নম্বরে থেকে গেলেও লিগ টেবলের চার নম্বর দল চেলসির সঙ্গে তাদের পয়েন্টর ব্যবধান কমে দাঁড়াল ২।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০৩:৩২
Share: Save:

লিভারপুলের কাছে গত শনিবারই বিশ্রী হারের পরে আবার ঘুরে দাঁড়াল উনাই এমেরির আর্সেনাল। মঙ্গলবার প্রিমিয়ার লিগে গানার্সরা ৪-১ গোলে হারাল ক্লাওদিয়ো রেনিয়েরির ফুলহ্যামকে। এই জয়ের পরে পাঁচ নম্বরে থেকে গেলেও লিগ টেবলের চার নম্বর দল চেলসির সঙ্গে তাদের পয়েন্টর ব্যবধান কমে দাঁড়াল ২।

আর্সেনালের হয়ে চারটি গোল করলেন গ্রানিত জাখা, আলেকজাঁদ ল্যাকাজ়েত, অ্যারন র‌্যামসে ও পিয়ের এমরিক আবুমেয়ং। লিভারপুলের কাছে ১-৫ হারা এবং তার আগে ব্রাইটনের সঙ্গে ১-১ ড্র করলেও আর্সেনাল কিন্তু প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা রক্ষা করেছে।

এ দিকে, এ দিনও এমেরি খেলাননি মেসুত ওজ়িলকে। তবে ল্যাকাজ়েত ও আবুমেয়ংরা বুঝতে দেননি তাঁর অভাব। গোটা ম্যাচে প্রায় ৭০ শতাংশ বল ‘পজেশন’ ছিল গানার্সদেরই। যদিও রেনিয়েরির দাবি ফুলহ্যাম যথেষ্ট ভাল খেলেছে, ‘‘ম্যাচের বিশ্লেষণ করলে দেখা যাবে প্রথমার্ধে আমরাই দু’টি সহজ গোলের সুযোগ নষ্ট করেছি। আর ওদের প্রথম দুটি গোলই কিন্তু হয়েছে আমাদের রক্ষণের ভুলে। তার পরেও ১-২ করেছিলাম। কিন্তু পরের পর ভুল করে যাওয়ার মাশুল আজ দিতে হল।’’ এ দিকে, ল্যাকাজ়েতেকে তুলে নেওয়ায় এমেরিকে এমিরেটসের দর্শকদের বিদ্রুপের সামনে পড়তে হয়। যা নিয়ে আর্সেনাল ম্যানেজার পরে বলেন, ‘‘দলের খেলায় আরও ভারসাম্য আনতেই পরিবর্তন করতে হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arsenal English Premier League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE