Advertisement
০১ জুন ২০২৪

প্রথম ম্যাচে অনিশ্চিত জোসেমি

রবিবারের এরিয়ান ম্যাচের পরই রক্ষণ নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল আটলেটিকো দে কলকাতা শিবিরে। সোমবার আরও বড় দুঃসংবাদ দিলেন দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস! মোহনবাগান মাঠ থেকে অনুশীলন করে বেরনোর মুখে হাবাস জানিয়ে গেলেন, ‘‘প্রথম ম্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে অনিশ্চিত জোসেমি।’’ গত মরসুমে জোসেমি ছিলেন আইএসএল চ্যাম্পিয়ন কলকাতা রক্ষণের প্রধান সেনাপতি। সেই স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডারের এ বার ম্যাচ ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। কারণ তাঁর হাঁটুতে চোট।

প্র্যাকটিসের জন্য প্রস্তুত হচ্ছেন হিউম। ডানদিকে হাবাসের কোচিং ক্লাস শুরু। ছবি: উৎপল সরকার

প্র্যাকটিসের জন্য প্রস্তুত হচ্ছেন হিউম। ডানদিকে হাবাসের কোচিং ক্লাস শুরু। ছবি: উৎপল সরকার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৫
Share: Save:

রবিবারের এরিয়ান ম্যাচের পরই রক্ষণ নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল আটলেটিকো দে কলকাতা শিবিরে। সোমবার আরও বড় দুঃসংবাদ দিলেন দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস!
মোহনবাগান মাঠ থেকে অনুশীলন করে বেরনোর মুখে হাবাস জানিয়ে গেলেন, ‘‘প্রথম ম্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে অনিশ্চিত জোসেমি।’’
গত মরসুমে জোসেমি ছিলেন আইএসএল চ্যাম্পিয়ন কলকাতা রক্ষণের প্রধান সেনাপতি। সেই স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডারের এ বার ম্যাচ ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। কারণ তাঁর হাঁটুতে চোট। এরিয়ানের বিরুদ্ধে এ দেশে ফেরার পর আটলেটিকোর প্রথম প্র্যাকটিস ম্যাচে তাঁকে খেলাননি কলকাতার কোচ। এ দিনও দলের সঙ্গে অনুশীলন না করে ফিজিওর তত্ত্বাবধানে ট্রেনিং করতে দেখা যায় তাঁকে। অনুশীলন সেরে টিম বাসে ওঠার সময় জোসেমিও বলে যান, ‘‘প্রথম ম্যাচ থেকে খেলতে পারব কি না তা জানি না এখনও। কোচ এবং ফিজিও বলতে পারবেন।’’
তবে টিম সূত্রে খবর, এলানো-ফিকরুদের চেন্নাইয়ানের বিরুদ্ধে জোসেমিকে দলের বাইরে রেখেই তিন পয়েন্টের জন্য ঘুঁটি সাজাচ্ছে আটলেটিকো। এরই মাঝে এ দিন বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে বসে যান আর এক স্প্যানিশ ডিফেন্ডার তিরি। জোসেমির অবর্তমানে তিরিকে রক্ষণে রেখেই নতুন পরিকল্পনা সাজাচ্ছিলেন হাবাস। এ দিন সেই তিরিও চোট পেয়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ বেড়েছে আটলেটিকো কোচের। কারণ লেফটব্যাক মোহনরাজেরও চোট রয়েছে। চেন্নাইয়ে খেলার পর আটলেটিকোর পরের ম্যাচ গোয়ায় জিকোর দলের বিরুদ্ধে। তার পর খেলা ঘরের মাঠে। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। জাতীয় দলের হয়ে প্রাক-বিশ্বকাপে তুর্কমেনিস্তান ও ওমানের বিরুদ্ধে খেলতে যাওয়ায় গোয়া এবং কেরলের বিরুদ্ধে খেলতে পারবেন না অর্ণব মণ্ডলও। ফলে রক্ষণ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে হাবাসকে। ২ অক্টোবর পস্টিগারা যাবেন চেন্নাইতে। উদ্বোধনী ম্যাচ খেলতে। তবে পয়লা অক্টোবর হাবাসের টিমের অনুশীলন হওয়ার সম্ভবনা কম। কারণ ওই দিন থেকে মদয়ান বন্ধ। যাতে বেশ বিরক্ত কলকাতা কোচ।

এ দিকে, ৩ অক্টোবর চেন্নাইতে উদ্বোধনী অনুষ্ঠানে ঐশ্বর্যা রাই এবং আলিয়া ভট্টকে দেখা যাবে। থাকার কথা সচিন-সৌরভ-সহ সব টিমের মালিকদের। চেন্নাইয়ান ও কলকাতার দুই মার্কি ফুটবলার পস্টিগা এবং এলানো সব দলের হয়ে সততার সঙ্গে ম্যাচ খেলার শপথ নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

atk habas josemi josemi uncertain isl 2015
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE