মাদ্রিদে ট্রেনিংয়ের শেষ দিনে গার্সিয়ারা। ছবি: ফেসবুক
আটলেটিকো মাদ্রিদের লা লিগা জয়ী কোচ দিয়েগো সিমিওনের শুভেচ্ছা নিয়েই কলকাতায় ফিরছে আটলেটিকো দে কলকাতা। বৃহস্পতিবার শেষ বারের মতো লস অ্যাঞ্জেলেস দ্য স্যান রাফায়েলে অনুশীলন করেন লুই গার্সিয়ারা। শুক্রবার বিমানে চাপার আগে আটলেটিকো মাদ্রিদের সিমিওনে ব্রিগেডের সদস্যের সঙ্গে দেখা করবেন অর্ণব-সঞ্জুরা।
মাদ্রিদের প্রাক্ মরসুমে অপরাজিত থাকল আটলেটিকো দে কলকাতা। পাঁচটা ম্যাচ খেলে তিনটে জয় ও দুটো ড্র করেছে হাবাসের দল। প্রাক্ মরসুমের সাহায্যে দলের মধ্যে একাত্মতা আরও বেড়েছে। সঙ্গে রয়েছে আত্মবিশ্বাসের টোটকাও, স্পেন থেকে সেই কথাই জানালেন দলের ম্যানেজার রজত ঘোষদস্তিদার। “আমাদের দল একটা পরিবারের মতো হয়ে উঠেছে। প্রাক্ মরসুমে ফুটবলারদের ফিটনেস অবস্থা আরও ভাল জায়গায় পৌছেছে। কলকাতায় এসেও আমাদের প্রস্তুতি চলবে।”
শনিবার বিকেলে কলকাতায় পৌছবে আটলেটিকো। যাঁদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে মুম্বইয়ের বিরুদ্ধে ১২ অক্টোবর। ইতিমধ্যে যুবভারতীতে সমর্থক টানতে বিপণনে নেমে পড়েছেন দলের অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি এখন থেকেই বিভিন্ন প্রোমো শ্যুট করতে শুরু করে দিয়েছেন।
খারাপ আর্থিক অবস্থা সামাল দিতে আইএসএলের ক্লাবগুলির জন্য প্রচুর ফুটবলার যোগান দিয়েছে কলকাতার দুই প্রধান। এ দিন ইস্টবেঙ্গলের আরও দুই ফুটবলার যোগ দিলেন আইএসএলে। লাল-হলুদের সুখবিন্দর সিংহ ও সফর সর্দারকে সরকারি ভাবে সই করাল চেন্নাইয়ান্স এফসি। ইন্ডিয়ান সুপার লিগে এখন লাল হলুদের ফুটবলার সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।
কলকাতা প্রিমিয়ার ডিভিশনের শুরুতে ইস্টবেঙ্গল দলে নিয়মিত সুযোগ না পেলেও, মেহতাব-খাবড়ারা আইএসএলে চলে যাওয়ার পর মাঝমাঠ সামলানোর সব দায়িত্ব এসে পড়েছিল সুখবিন্দরের ওপর। ধারাবাহিক ভাবেই ভাল খেলে সমর্থকদের মন জয় করেন সুখবিন্দর। এমনকী টালিগঞ্জের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে ম্যাচের সেরা হয়েছিলেন লাল হলুদ ব্রিগেডের নতুন সংযোজন। পাশাপাশি কোলাসোর তরুণ ব্রিগেডের মধ্যে সফর সর্দার ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন।
এ দিন মাতেরাজ্জিদের সঙ্গে যোগ দিতে বেঙ্গালুরু পৌছে গিয়েছেন লাল হলুদের নতুন দুই ফুটবলারই। “মনে হয় কলকাতা লিগে আমার খেলা দেখে ভাল লেগেছে বলেই চেন্নাইয়ানস সই করিয়েছে,” বলেন সুখবিন্দর।
এক দিকে যখন চেন্নাইয়ানস সই করাল দুই ভারতীয় ফুটবলারকে, তখন প্রস্তুতি ম্যাচে বড় জয় স্বাদ পেল ট্রেভর মর্গ্যানের কেরল ব্লাস্টার্স। শ্রী কেরল ভার্মা কলেজ (এসকেভিসি) দলকে ৬-০ হারালেন মেহতাব-সাবিথরা।
ডেম্পোর তারকা স্ট্রাইকার টোলগে ওজবেও এ দিন যোগ দিলেন আইএসএলে। তিনি আইএসএল খেলবেন জিকোর অধীনে। গোয়া এফসিতে সই করার পর নিজের ব্যক্তিগত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সরকারী ভাবে টোলগে পোস্ট করেন, “সবাইকে জানাতে চাই, আমি গোয়া এফসিতে সই করেছি। সুপার লিগের জন্য আর অপেক্ষা করতে পারছি না।” টোলগে ছাড়াও গোয়া সই করাল ডেম্পোর আর এক বিদেশি ফুটবলার হারুন আমিরিকে।
অন্য দল যখন প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করেছে তখন পুণে এফসি খুঁজছে বিশ্বমানের এক স্ট্রাইকার ও মিডফিল্ডার। যে তালিকায় রয়েছেন প্রাক্তন চেলসি ও বার্সেলোনা স্ট্রাইকার এডুর গুডইয়নসেন ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মিডিও অ্যান্ডারসন। পুণে সিইও গৌরব মদওয়েল বলেছেন, “আমাদের একটা স্ট্রাইকার আর মিডফিল্ডার এখনও চাই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy