Advertisement
০২ জুন ২০২৪
Cricket

সিএবি প্রেসিডেন্ট হলেন অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর সিএবি-র সভাপতি পদ ছেড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তৎকালীন সচিব অভিষেক ডালমিয়া প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়ায় সচিব পদটি খালি হয়ে যায়।

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ছবি— সোশ্যাল মিডিয়া।

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ছবি— সোশ্যাল মিডিয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪০
Share: Save:

সিএবি-তে ফের ডালমিয়া-যুগ। বঙ্গীয় ক্রিকেট নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট হলেন জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। সচিব হলেন সৌরভ গঙ্গোপাধ‌্যায়ের অগ্রজ স্নেহাশিস গঙ্গোপাধ‌্যায়। বুধবার সরকারি ভাবে তাঁদের নাম ঘোষণা করা হল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর সিএবি-র সভাপতি পদ ছেড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তৎকালীন সচিব অভিষেক ডালমিয়া প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়ায় সচিব পদটি খালি হয়ে যায়।

প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলে আসা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সচিব পদের জন্য মনোনয়ন জমা দেন। স্নেহাশিস বা অভিষেক কারওর বিরুদ্ধেই কোনও মনোনয়ন জমা পড়েনি।

আরও পড়ুন: বুমরা-শামিদের ওয়াইডের বন্যাই কি হারাল ভারতকে?

এ দিন তাঁদের নাম সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল। সব চেয়ে কম বয়সে সিএবি-র প্রেসিডেন্ট হলেন অভিষেক। তাঁর আগে কেউ ৩৮ বছর বয়সে বাংলার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হননি কেউই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CAB Avishek Dalmiya Snehasish Ganguly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE