Advertisement
১৬ মে ২০২৪
Bangladesh Cricket

Bangladesh Cricket: বিশ্বকাপের ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে বাংলাদেশ

বিশ্বকাপে খারাপ ফলের পরেও খুশি মাহমুদুল্লাহ। বরং মনে করছেন, ফের সবার মুখে হাসি ফোটানোর জন্য পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজ কাজে লাগবে।

পাকিস্তানের বিরুদ্ধে নামছে বাংলাদেশ।- ফাইল চিত্র

পাকিস্তানের বিরুদ্ধে নামছে বাংলাদেশ।- ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ০৯:৫৩
Share: Save:

শুক্রবার থেকে ফের মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং দু’টি টেস্ট রয়েছে এই সিরিজে। ঘরের মাঠে ফের নামতে পেরে খুশি বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ।

বিশ্বকাপে খারাপ ফলের পরেও খুশি মাহমুদুল্লাহ। বরং মনে করছেন, ফের সবার মুখে হাসি ফোটানোর জন্য এই সিরিজ কাজে লাগবে। তিনি বলেন, ‘‘বিশ্বকাপে যা হয়েছে, সেটা অতীত। ওটা নিয়ে আর কথা বলতে চাই না। এখনও বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাইলে তার নেতিবাচক প্রভাব পড়বে দলের খেলায়। আমরা আসলে কতটা ভাল দল, সেটা দেখানোর সুযোগ এই সিরিজে। পাকিস্তান অবশ্যই বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু আমরা যদি শুরুটা ভাল করতে পারি, তাহলে অবশ্যই সিরিজ জেতার সুযোগ থাকবে।’’

বাংলাদেশ তাদের দলে বেশ কিছু পরিবর্তন করেছে। মোট ছয় জন নতুন মুখ নেওয়া হয়েছে। চোটের জন্য শাকিব আল হাসান, তামিম ইকবাল এবং সইফউদ্দিনকে এই সিরিজে পাবে না বাংলাদেশ। ও সব নিয়ে ভাবছেন না মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘‘কোনও চাপ নেই। আমরা কী দল হাতে পেয়েছি, তা নিয়ে ভাবছি না। টি-টোয়েন্টি ক্রিকেট এমনই, ম্যাচের দিন যারা ভাল খেলবে, জিতবে।’’

বাংলাদেশের সবথেকে বড় ভয় পাকিস্তানের জোরে বোলার শাহিন শাহ আফ্রিদিকে। তাঁকে সামলানোর জন্য আলাদা পরিকল্পনা রয়েছে জানিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বলে অন্যতম সেরা বোলার ও। ওর জন্য আমরা আলাদা পরিকল্পনা নিয়ে নামছি।’’

বাংলাদেশ নতুন দল বলে তাদের হাল্কা ভাবে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘‘বংলাদেশ একেবারেই সহজ প্রতিপক্ষ নয়। বিশেষ করে নিজেদের দেশে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওরা সেটা দেখিয়েছে। কয়েকজনকে ওরা পাবে না ঠিকই, কিন্তু যারা খেলবে, তারাও সবাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে অভ্যস্ত। আমাদের একটাই লক্ষ্য, বিশ্বকাপের ছন্দটা ধরে রাখা।’’

শুক্র, শনি ও সোমবার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ঢাকায়। ২৬ নভেম্বর থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে। ৪ ডিসম্বর থেকে দ্বিতীয় টেস্ট ঢাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE