Advertisement
১৬ মে ২০২৪
লা লিগা

ড্র করে রেফারিকে তোপ ভালভার্দের

২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগা টেবলের শীর্ষে এই মুহূর্তে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আঁতোয়া গ্রিজম্যান-রা। লাল পালমাসের বিরুদ্ধে জিতলে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট বেশি থাকত বার্সেলোনার।

হতাশ: মেসির গোলের পরেও জয় অধরা বার্সেলোনার। ফাইল চিত্র

হতাশ: মেসির গোলের পরেও জয় অধরা বার্সেলোনার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ০৪:৫১
Share: Save:

লাস পালমাস ১ • বার্সেলোনা ১

বার্সেলোনার লা লিগা জয়ের স্বপ্নে হঠাৎ করেই আশঙ্কার কালো মেঘ! বৃহস্পতিবার লাস পালমাসের বিরুদ্ধে এগিয়ে গিয়েও লিওনেল মেসি-দের জয় হাতছাড়া করার রাতেই স্বস্তি ফিরল অ্যাটলেটিকো মাদ্রিদ শিবিরে।

২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগা টেবলের শীর্ষে এই মুহূর্তে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আঁতোয়া গ্রিজম্যান-রা। লাল পালমাসের বিরুদ্ধে জিতলে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট বেশি থাকত বার্সেলোনার। ফলে অনেক চাপমুক্ত হয়ে রবিবার ক্যাম্প ন্যু-তে দিয়েগো সিমিওনে-র দলের বিরুদ্ধে খেলতে পারতেন লুইস সুয়ারেস-রা। কিন্তু পালমাসের বিরুদ্ধে ড্রয়ের ফলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন বার্সেলোনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

অথচ বৃহস্পতিবারের রাতটা অন্য রকম হতে পারত বার্সেলোনার। ২১ মিনিটেই পালমাসের বিরুদ্ধে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। নেপথ্যে ফের মেসি ম্যাজিক। প্রায় কুড়ি গজ দূর থেকে ফ্রি-কিকে বিস্ময় গোল করেন তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপর্যয়। ৪৮ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে সমতা ফেরান পালমাসের জোনাথন কায়েরি। যা নিয়ে ম্যাচের পর রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দো। তিনি বলেছেন, ‘‘পেনাল্টির সিদ্ধান্ত আমাদের আঘাত দিয়েছে। আমাদের মনে হয়েছে, অদৃশ্য পেনাল্টি থেকে সমতা ফিরিয়েছে
লাস পালমাস।’’

রেফারিং যে সমস্যায় ফেলতে পারে, সেটা নাকি প্রথমার্ধেই বুঝতে পেরেছিলেন ভালভার্দে। বার্সেলোনা ম্যানেজার বলেছেন, ‘‘রেফারিং নিয়ে মন্তব্য করা আমি পছন্দ করি না। কিন্তু এই ম্যাচে প্রথমার্ধেই যে ভাবে হলুদ কার্ড দেখাতে শুরু করেছিলেন রেফারি, তাতে আতঙ্কিত হয়ে পড়া স্বাভাবিক ছিল।’’

শুধু পেনাল্টি নয়, বার্সেলোনা ম্যানেজারের অভিযোগ— লাস পালমাস গোলরক্ষক বক্সের বাইরে হ্যান্ডবল করা সত্ত্বেও রেফারি ফ্রি-কিক দেননি। প্রথমার্ধে শেষ হওয়ার ঠিক আগে সুয়ারেসকে আটকাতে বক্সের বাইরে বেরিয়ে গিয়েছিলেন লাস পালমাস গোলরক্ষক লেয়ানদ্রো চিচিজোলা। বল তাঁর হাতে লাগে। যদিও রেফারি ফ্রি-কিক দেননি বার্সেলোনাকে। ম্যাচের পরে ক্ষুব্ধ ভালভার্দের তোপ, ‘‘পরিষ্কার দেখা গিয়েছে, বক্সের বাইরে পালমাস গোলরক্ষক হাত দিয়ে বল ধরেছিল। রেফারির উচিত ছিল ওকে লাল কার্ড দেখানো। প্রথমার্ধ শেষ হওয়ার পরে আমি রেফারিকে তা বলেও ছিলাম।’’

ক্যাম্প ন্যু-তে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের আগে এই ড্র যে অস্বস্তি বাড়িয়েছে, স্বীকার করে নিয়েছেন ভালভার্দে। তিনি বলেছেন, ‘‘রবিবারের ম্যাচটা দু’টো দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ তার পরেই যোগ করেছেন, ‘‘লা লিগা টেবলে এখনও কিন্তু আমরাই শীর্ষ স্থানে রয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE