Advertisement
১৭ মে ২০২৪
Barcelona FC

Barcelona: আগুয়েরোর প্রত্যাবর্তনের দিনে বার্সার জয়ের নায়ক সেই ফাতি

বিতর্কের ঝড়ের মধ্যে থাকা বার্সা ম্যানেজার কোমান বলেছেন, তিনি বরাবর কুটিনহোর দক্ষতার উপরে আলাদা ভরসা রেখেছেন।

সফল: দলের প্রথম গোল করে ফাতি।

সফল: দলের প্রথম গোল করে ফাতি। ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ০৬:৩৮
Share: Save:

সের্খিয়ো আগুয়েরো তাঁর বহু প্রতীক্ষিত অভিষেক ঘটালেন। প্রায় এক বছরে তাঁর প্রথম গোল করলেন ফিলিপে কুটিনহো। সব মিলিয়ে ভক্তদের কিছুটা স্বস্তি দিয়ে জয়ের মধ্যে ফিরল বার্সেলোনা। লা লিগায় তারা ৩-১ হারাল ভ্যালেন্সিয়াকে।

অনেক দিনই হল বার্সেলোনায় এসে গিয়েছেন আগুয়েরো। কিন্তু চোট থাকার জন্য এত দিন খেলতে পারেননি। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে শেষ তিন মিনিট তাঁকে মাঠে নামান রোনাল্ড কোমান। ঠিক তার আগেই ৮৫ মিনিটে দুর্দান্ত গোল করে দলের জয় নিশ্চিত করেন কুটিনহো। পাঁচ মিনিটে হোসে গায়ার গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ১৩ মিনিটে গোল শোধ করেন আনসু ফাতি। ৪১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মেমফিস দেপাই। তার পর ব্রাজিলীয় কুটিনহো তৃতীয় গোলটি করেন।

বিতর্কের ঝড়ের মধ্যে থাকা বার্সা ম্যানেজার কোমান বলেছেন, তিনি বরাবর কুটিনহোর দক্ষতার উপরে আলাদা ভরসা রেখেছেন। যদিও বেঞ্চে বসেই থাকতে হয়েছে কুটিনহোকে। কোমান ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে আরও বড় ভূমিকায় দেখা যেতে পারে ব্রাজিলীয়কে। পেনাল্টি নিয়ে কিছুটা বিতর্ক শুরু হয়। কোমান বলেন, ‘‘তর্ক করা যেতেই পারে। কিন্তু রেফারি পেনাল্টি দিয়েছেন। ভার (ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি) হস্তক্ষেপ করেনি। তাই এটা পেনাল্টি বলেই ধরব।’’ কুটিনহোর মতো আনসু ফাতির প্রশংসাও করেন তিনি। বলেন, ‘‘দলের জন্য ও খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার।’’

এই জয়ের ফলে কিছুটা হয়তো চাপ হাল্কা হল কোমানের দলের। আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সাত নম্বরে ফাতিরা। শীর্ষে থাকা রিয়াল সোসিদাদ পাঁচ পয়েন্টে এগিয়ে, দু’নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ এগিয়ে তিন পয়েন্টে। সেল্টা ভিগোকে ১-০ হারিয়ে তিন নম্বরে রয়েছে সেভিয়া। গোল করেন রাফা মীর।

জুভেন্টাসের জয়: তুরিনে মোয়েস কিনের গোলে এ এস রোমাকে ১-০ হারিয়েছে জুভেন্টাস। ‘সেরি আ’ অভিযানে ফেরার চেষ্টা করছে তারা। ১৪ পয়েন্ট নিয়ে জুভেন্টাস সাত নম্বরে। রোমা একটি গোল করলেও রেফারি তা বাতিল করেন কারণ আগেই পেনাল্টি দিয়ে দিয়েছিলেন তিনি। সেই পেনাল্টি বাঁচিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE