Advertisement
১৭ মে ২০২৪

আট বছর পরে ফিরে সোনার স্বপ্ন মৌমার

আজ শুক্রবার দিল্লি থেকে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে মৌমাদের টিম। যে ক’টি ইভেন্ট থেকে ভারত বেশি পদক আশা করছে তাঁর মধ্যে টেবল টেনিস অন্যতম।

সুযোগ: শুক্রবারেই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন মৌমা। নিজস্ব চিত্র

সুযোগ: শুক্রবারেই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন মৌমা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ০৩:৪৪
Share: Save:

কমনওয়েলথ গেমসে টেবল টেনিসের জাতীয় দলে সুযোগ পাওয়া বাংলার দুই মেয়ে মৌমা দাস এবং সুতীর্থা মুখোপাধ্যায় মনে করছেন, পদক নিয়েই দেশে ফিরবেন।

মৌমা যেমন বলে দিচ্ছেন, ‘‘এটা নিয়ে চারটে গেমসে খেলছি। রুপো এবং ব্রোঞ্জ দু’টোই পেয়েছি। এ বার সোনা পাওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’’ পাশাপাশি তাঁর সতীর্থ সুতীর্থার দিল্লি থেকে ফোনে মন্তব্য, ‘‘যেখানে কমনওয়েলথ গেমস হচ্ছে সেখানেই কিছুদিন আগে অস্ট্রেলীয় ওপেনে ডাবলসে পদক জিতেছিলাম। এ বারও পদক জেতার আশা করছি।’’

আজ শুক্রবার দিল্লি থেকে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে মৌমাদের টিম। যে ক’টি ইভেন্ট থেকে ভারত বেশি পদক আশা করছে তাঁর মধ্যে টেবল টেনিস অন্যতম। এ বারের টিমের বড় চমক অবশ্যই দুই বঙ্গ কন্যা। তাঁর সমসাময়িক অন্য খেলোয়াড়রা যখন অবসর নিয়েছেন, তখন চৌত্রিশেও মৌমা পদকের জন্য লড়াইতে নামছেন। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে। আট বছর পর ফিরেছেন জাতীয় দলে। মৌমা বলছিলেন, ‘‘চারটে ইভেন্টে নামার সুযোগ আছে। কোচ এসে ঠিক করবেন কে কোনটায় নামবেন।’’ তবে যা পরিস্থিতি তাতে মনিকা বাত্রার সঙ্গে মৌমার জুটি ডাবলসে পদক পাবে ধরেই নেওয়া যায়। অন্য দিকে বাংলার উজ্জ্বল মুখ সুতীর্থাও ডাবলসে খেলবেন পুজা সহস্রবুদ্ধির সঙ্গে। সিঙ্গলসে বা মিক্সড ডাবলসে কারা খেলবেন তা এখনও ঠিক হয়নি। মৌমা বললেন, ‘‘আশা করছি ড্র-তে ভাল প্রতিদ্বন্দ্বী পাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mouma Das Table Tennis 2018 Commonwealth Games
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE