Advertisement
০১ নভেম্বর ২০২৪
বিদেশের আঙুল শিবাজির দিকে

মোহনবাগানে আজ ‘অপরাধী’ খুঁজতে সভা

মোহনবাগান রিজার্ভ বেঞ্চে ম্যানেজার হিসাবে আর না-ও দেখা যেতে পারে বিদেশ বসুকে। কর্তাদের ধারণা, কর্মসমিতির সদস্য এবং প্রাক্তন ফুটবলার বিদেশের নিয়ম সম্পর্কে অ়়জ্ঞতার জন্যই শুক্রবারের ম্যাচ জিতেও তিন পয়েন্ট হারিয়ে লিগ খেতাবের দৌড় থেকে কার্যত ছিটকে যেতে হচ্ছে সঞ্জয় সেনের টিমকে। সুভাষ ভৌমিকের টালিগঞ্জের বিরুদ্ধে বারাসতে বাগানের ম্যানেজার ছিলেন বিদেশ।

বিদেশ বসু। বিতর্কের কেন্দ্রে।

বিদেশ বসু। বিতর্কের কেন্দ্রে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০৩:১৭
Share: Save:

মোহনবাগান রিজার্ভ বেঞ্চে ম্যানেজার হিসাবে আর না-ও দেখা যেতে পারে বিদেশ বসুকে। কর্তাদের ধারণা, কর্মসমিতির সদস্য এবং প্রাক্তন ফুটবলার বিদেশের নিয়ম সম্পর্কে অ়়জ্ঞতার জন্যই শুক্রবারের ম্যাচ জিতেও তিন পয়েন্ট হারিয়ে লিগ খেতাবের দৌড় থেকে কার্যত ছিটকে যেতে হচ্ছে সঞ্জয় সেনের টিমকে।
সুভাষ ভৌমিকের টালিগঞ্জের বিরুদ্ধে বারাসতে বাগানের ম্যানেজার ছিলেন বিদেশ। অনূর্ধ্ব-২৩ ফুটবলার মাঠে আছেন কি না, তা দেখার কথা তাঁরই। কর্তারা অন্তত সে রকমই মনে করছেন। তাঁদের যুক্তি, কোচ সঞ্জয় সেন মাঠে থাকলেও তাঁর পক্ষে চাপের মুখে সব কিছু মাথায় রাখা সম্ভব নয়। বিদেশ ভাল করে রুল বুক না পড়েই বসে পড়েছিলেন বেঞ্চে। সব দিক খেয়ালও করেননি। ফলে তাঁকে আর ম্যানেজার না করাই ভাল।
বাগান কর্তারা কেউই অবশ্য এ ব্যাপারে সরাসরি কিছু বলতে চাইছেন না। কারণ, প্রথমত বিদেশ প্রাক্তন ফুটবলার এবং ক্লাব নির্বাচনে কর্মসমিতির সব থেকে বেশি ভোট পাওয়া সদস্য। তাঁর বিরুদ্ধে কথা বলে তাই জট পাকাতে চাইছেন না কেউ-ই। ঠিক হয়েছে, নীরবেই তাঁকে সরিয়ে দেওয়া হবে ম্যানেজারের পদ থেকে।
বিদেশকে বাদ দেওয়া হলেও টেকনিক্যাল কমিটির সদস্য শিবাজি বন্দ্যোপাধ্যায়কে অবশ্য দেখা যাবে রিজার্ভ বেঞ্চে। আর এক সদস্য কম্পটন দত্ত অসুস্থ। শিবাজিকেই তাই প্রয়োজন মতো ব্যবহার করা হবে। তবে শোনা যাচ্ছে পরের কিছু ম্যাচে প্রাক্তন ফুটবলারদের ম্যানেজার না-ও করা হতে পারে। সে ক্ষেত্রে ডাক্তার প্রতীম রায়কে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রবিবার সকালে ক্লাব সচিব অঞ্জন মিত্র-র সঙ্গে টেকনিক্যাল কমিটি, কোচ ও ফুটবল কর্তাদের আলোচনার পর। বিরক্ত অঞ্জন শনিবার রাতে বললেন, ‘‘এত দিন ধরে এই নিয়ম চলছে। কেন সেটা আমাদের লোকেরা জানত না বা ভুলে গেল সেটা ভেবে অবাক হচ্ছি। কাল সবার কাছে জানতে চাইব, কার দোষে এই ঘটনা ঘটল।’’

তা হলে কি প্রাক্তন ফুটবলারদের আর ম্যানেজার করা হবে না? মোহন-সচিব বললেন, ‘‘আগে সবার সঙ্গে কথা বলি। তার পর বলব। এখনও এ সব নিয়ে কিছু ভাবিনি। তবে যে-ই ম্যানেজার হিসাবে বসবে, তাঁকে ভাল করে নিয়ম-কানুন জেনে বসতে হবে।’’ ক্লাব সূত্রের খবর, যাঁদের ম্যানেজার করে বসানো হয়েছে তাঁদের এবং কোচকে টুর্নামেন্ট শুরুর আগেই রুল বুক দেওয়া হয়েছিল। তা পেয়েছিলেন বিদেশও।

শুক্রবারের ম্যাচের রেফারি এবং ম্যাচ কমিশনারের রিপোর্ট এখনও জমা পড়েনি আইএফএ-তে। তবে টালিগঞ্জ কর্তারা এ দিন সরকারি ভাবে বাগানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন।

মোহনবাগান এত বড় সমস্যায় পড়ার জন্য অভিযোগের তির যাঁর দিকে, সেই বিদেশ বসু শনিবার দুপুরে ছিলেন নদিয়ায়। একটি অনুষ্ঠানে। সেখান থেকেই ফোনে তিনি বললেন, ‘‘নিয়ম অজানা ছিল না আমার। ভেবেছিলাম রাইট ব্যাকে যে ছেলেটা খেলছে ও আমাদের টিমের অনূর্ধ্ব-২৩ ফুটবলার। সে জন্যই পরিবর্তন নিয়ে ভাবিনি।’’ কিন্তু সেই ফুটবলার অনূর্ধ্ব-২৩ হলে তাঁর হাতে নির্দিষ্ট আর্ম ব্যান্ড থাকা উচিত। নির্লিপ্তভাবে বিদেশ বলে দেন, ‘‘সে নিয়ম আছে নাকি! এত দিন মাঠে যাচ্ছি। আমি তো কোনও ম্যাচে কাউকে তেমন কোনও আর্মব্যান্ড পরতে দেখিনি। হয়তো আমার ভুল হয়েছে।’’ কিন্তু তাঁর ভুলের জন্যই যে মোহনবাগান ম্যাচ জিতেও তিন পয়েন্ট হারাতে চলেছে, কার্যত ছিটকে যাচ্ছে লিগ খেতাবের দৌড় থেকে, তা শুনে বিদেশ বলে দেন, ‘‘কী আর করা যাবে। শিবাজির ভুলেও তো আর্মি ম্যাচে আমরা পয়েন্ট পাইনি। কাগজে দেখলাম ও এবং অঞ্জনদা দু’জনেই জার্সির নিয়ম জানত না।’’

কিন্তু মোহনবাগান নিয়ে সিদ্ধান্ত কি ডার্বির আগেই হবে? দুবাই থেকে এ দিন ফোনে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘ব্যাপারটা গুরুতর। আমি কলকাতায় ফিরেই লিগ সাবকমিটির সভা ডাকব। সেখানে যা হওয়ার হবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE