Advertisement
০১ নভেম্বর ২০২৪

ব্যাকরণ নয়, মনটাকে পাল্টে ফেলি টি-টোয়েন্টিতে: রাহানে

এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ তাঁর। গত বছর ভারতের চারটে বিদেশ সফরে তিনি অন্যতম সেরা রান সংগ্রাহক। তিনি অজিঙ্ক রাহানে রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে নামার দু’দিন আগে মুখোমুখি আনন্দবাজার-এর।

চেতন নারুলা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৫ ০৩:৩৮
Share: Save:

এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ তাঁর। গত বছর ভারতের চারটে বিদেশ সফরে তিনি অন্যতম সেরা রান সংগ্রাহক। তিনি অজিঙ্ক রাহানে রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে নামার দু’দিন আগে মুখোমুখি আনন্দবাজার-এর।

প্রশ্ন: ম্যারাথন আন্তর্জাতিক ক্রিকেট-গ্রীষ্মের পর টেস্ট ম্যাচ, টেস্ট থেকে ৫০ ওভারের বিশ্বকাপ, সেখান থেকে এখন আইপিএলে মানিয়ে নিতে পারাটা উপভোগ করছেন?

রাহানে: ব্যাপারটা পুরো মানসিক। যে ফর্ম্যাটে খেলছেন, মনটাকে ঠিক সেই স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে হবে। টেকনিকটা তো একই থাকবে, সে যে ফর্ম্যাটই হোক না কেন! ব্যাটিং-ব্যাকরণ তো আলাদা-আলাদা হতে পারে না। শুধু মনের গঠনটা যে ফর্ম্যাটে খেলছেন সে রকম করে নিতে হয়। আমি নিজেকে সব সময় মানসিক ভাবে তাজা রাখি। যে চ্যালেঞ্জই সামনে আসুক না কেন তার জন্য তৈরি থাকি। সীমিত ওভারের ম্যাচে পরিস্থিতি এত তাড়াতাড়ি পাল্টায় যে, তার জন্য ব্যাটসম্যান, বোলার— দু’জনকেই ছোট ছোট কিছু পরিবর্তন চটপট করে ফেলতে হয়। সে ব্যাপারে আমি সব সময় সচেতন থাকি আইপিএলে।

প্র: ওয়ান ডে আর টি-টোয়েন্টিতে ওপেন করায় কী পার্থক্য? কম ওভার বলে কি আরও বেশি দায়িত্ব চাপে টপ অর্ডারের ঘাড়ে?

রাহানে: আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাটে টপ অর্ডারের দায়িত্ব সবচেয়ে বেশি। আইপিএলও তো আন্তর্জাতিক টুর্নামেন্টই। তবে আমি মনে করি না, ওয়ান ডে আর টি-টোয়েন্টিতে ওপেন করায় বিরাট তফাত আছে বলে। সূক্ষ্ম কিছু অদলবদল, আর কিছু নয়। ওয়ান ডে-তে এখন প্রথম পাওয়ার প্লে দশ ওভারের। দু’দিক দিয়ে দু’টো নতুন বল। সেখানে টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার পাওয়ার প্লে। দু’টোতেই গোড়ার দিকে হাত খুলে খেলার স্বাধীনতা নেওয়ার পরের কিছুটা সময় ইনিংস গড়ায় মন দেওয়া যায়। টি-টোয়েন্টি বাইরে থেকে দেখে মনে হয়, খুব ছোট ইনিংসের খেলা। তবে কুড়ি ওভারেও কিন্তু দেখেশুনে ব্যাট করার অনেক সময় পাওয়া যায়।


প্র: এ বার আইপিএলে আপনার ব্যাটিং ধরন আগের চেয়ে আলাদা। সতর্কতার সঙ্গে আগ্রাসন, যত বেশি সম্ভব ওভার খেলা— এ সব কি তারকা ভারতীয় ক্রিকেটার হিসেবে টিমে সিনিয়রের ভূমিকা পালন?

রাহানে: হ্যাঁ। আমি এই টিমে সিনিয়রের ভূমিকা উপভোগ করছি। তবে সেটা মূলত ব্যাটিংয়ে। আমি মনে করি, এই মুহূর্তে খুব ভাল ব্যাট করছি। তাই আরও বেশি করে দলের সাহায্যে লাগার চেষ্টা করছি। আমি সেই ধরনের প্লেয়ার, যে দলের কথা ভেবে খেলে।

প্র: রবিবার ইডেনের ম্যাচ নিয়ে কি আপনি আত্মবিশ্বাসী?

রাহানে: আমরা একটা-একটা ম্যাচ ধরে নিয়ে ভাবছি। তবে এ বার রাজস্থান রয়্যালস কিন্তু আন্ডারডগ নয়। আমি মনে করি এ বার আমরা খুব ভালই করব।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE