Advertisement
১৯ মে ২০২৪

প্রিমিয়ার লিগের আরও কাছে চেলসি

বাকি চারে আর দরকার তিনটে জয়। তা হলেই প্রথম মরসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবেন আন্তোনিও কন্তে। রবিবার রাতে গুডিসন পার্কের চ্যালেঞ্জটাও সফল ভাবে পাশ করল চেলসি। ধরা হয়েছিল চেলসির বাকি পাঁচটা ম্যাচের মধ্যে এটাই সবচেয়ে কঠিন পরীক্ষা।

উৎসব: এভার্টনের বিরুদ্ধে গোলের পর চেলসি ফুটবলাররা। ছবি: এএফপি

উৎসব: এভার্টনের বিরুদ্ধে গোলের পর চেলসি ফুটবলাররা। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মে ২০১৭ ০৩:২৪
Share: Save:

বাকি চারে আর দরকার তিনটে জয়। তা হলেই প্রথম মরসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবেন আন্তোনিও কন্তে।

রবিবার রাতে গুডিসন পার্কের চ্যালেঞ্জটাও সফল ভাবে পাশ করল চেলসি। ধরা হয়েছিল চেলসির বাকি পাঁচটা ম্যাচের মধ্যে এটাই সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু এভার্টনকে ৩-০ হারিয়ে চেলসি আরও এক পা বাড়াল পাঁচ নম্বর প্রিমিয়ার লিগ খেতাবের দিকে।

প্রথমার্ধে সুযোগের পর সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি দুই দল। বিরতির পর ম্যাচের ছবি পাল্টায়। পেদ্রোর দুর্দান্ত গোলে ১-০ এগোয় চেলসি। যার কিছুক্ষণ পরে গ্যারি কেহিলের গোলে ব্যবধান বাড়ায় চেলসি। উইলিয়ানের গোলে জয় নিশ্চিত করে আন্তোনিও কন্তের দল।

চেলসির উপর চাপ বজায় রেখে অবশ্য আর্সেনালকে ২-০ হারাল টটেনহ্যাম। অন্য ম্যাচে আবার সোয়ানসির সঙ্গে ১-১ ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chelsea premier league
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE