দল নির্বাচন নিয়ে বিতর্ক অন্য খেলাতেও প্রতীকী চিত্র
গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে দল নির্বাচন নিয়ে বার বার বিতর্ক হয়েছে। কখনও বিরাট কোহলী, কখনও ঋদ্ধিমান সাহা, তো কখনও অম্বাতি রায়ডু। নামগুলো বদলে গিয়েছে। কিন্তু বিতর্ক চলেছে। এ বার ক্রিকেটের বাইরে বিতর্ক শুরু হয়েছে ভারতের টেবিল টেনিস দল নিয়েও। কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় টেবিল টেনিস দল ঘোষণা করা হয়েছে। পুরুষ ও মহিলাদের চার জন করে খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের নিয়োগ করা প্রশাসক কমিটি। মহিলাদের দল নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতীয় দলে নেওয়া হয়নি ছন্দে থাকা রায়ডুকে। তাঁর বদলে সুযোগ পান বিজয় শঙ্কর। নির্বাচকদের উপর ক্ষুব্ধ রায়়়ডু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরই নিয়ে নেন। ২০২১ সালের টি২০ বিশ্বকাপের পরে বিতর্ক হয় কোহলীকে নিয়েও। তিনি টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ার পরে তাঁকে এক দিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই। বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, তিনি কোহলীকে টি২০ দলের অধিনায়ক থেকে যেতে বলেছিলেন। কিন্তু কোহলী নাকি নিজেই রাজি হননি। পরে প্রকাশ্যে সেই কথাকে অসত্য বলে দাবি করেন কোহলী। রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পরে টেস্ট দল থেকে বাদ পড়েন ঋদ্ধিমান। পরে ঋদ্ধি জানান, নির্বাচকদের তরফে বার্তা দেওয়া হয়েছে যে ভবিষ্যতের পরিকল্পনায় তাঁকে রাখা হচ্ছে না। দল নির্বাচন নিয়ে এই বিতর্ক ক্রিকেটের বাইরে বেরিয়ে ছড়িয়ে পড়েছে টেবিল টেনিসেও।
কমনওয়েলথ গেমসের জন্য পুরুষদের টেবিল টেনিস দলে রয়েছেন শরথ কমল (জাতীয় র্যাঙ্কিং ১), জি সাথিয়ান (জাতীয় র্যাঙ্কিং ৮), সানিল শেট্টি (জাতীয় র্যাঙ্কিং ২) ও হরমীত দেশাই (জাতীয় র্যাঙ্কিং ৩)। মানুষ শাহকে অতিরিক্ত খেলোয়াড় হিসাবে নিয়ে যাওয়া হবে। অন্য দিকে মহিলাদের দলে রয়েছেন মণিকা বাত্রা (জাতীয় র্যাঙ্কিং ৩৩), অর্চনা কামাথ (জাতীয় র্যাঙ্কিং ৩৭), শ্রীজা আকুলা (জাতীয় র্যাঙ্কিং ১) ও রিথ রিশ্য (জাতীয় র্যাঙ্কিং ২)। অতিরিক্ত খেলোয়াড় হিসাবে নিয়ে যাওয়া হবে দিয়া চিতালেকে। দলে জায়গা হয়নি সুতীর্থা মুখোপাধ্যায়, স্বস্তিকা ঘোষ, ঐহিকা মুখোপাধ্যায়ের মতো বাঙালি খেলোয়াড়দের।
এই আট জন খেলোয়াড়ের মধ্যে একমাত্র অর্চনার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জনের জন্য ঘরোয়া প্রতিযোগিতার ফলাফলের দিকেও নজর দেওয়া হয়। ভারতীয় টেবিল টেনিস সংস্থার একটি নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। কিন্তু অর্চনা সে রকমের কোনও প্রতিযোগিতায় নামেননি। ফলে তাঁর জাতীয় র্যাঙ্কিং অনেক পিছনে। তা হলে তাঁকে কেন দলে রাখা হল, সেই প্রশ্ন উঠছে।
এই প্রসঙ্গে প্রশাসক কমিটির সদস্য এসডি মুদগল জানিয়েছেন, ভারতীয় টেবিল টেনিস সংস্থার নির্বাচন পদ্ধতিতে গলদ রয়েছে। ফলে নতুন পদ্ধতির প্রস্তাব দিয়েছে কমিটি। কিন্তু সেই পদ্ধতি কার্যকর হতে দেরি রয়েছে। অর্চনা ঘরোয়া প্রতিযোগিতায় না নামলেও বিশ্ব টেবিল টেনিসের ডাবলসে তাঁর ও মনিকার র্যাঙ্কিং চার। কমনওয়েলথ গেমসে শীর্ষ বাছাই হিসাবে নামবেন তাঁরা। সে ক্ষেত্রে ভারতের পদক জয়ের সম্ভাবনা অনেক বেশি হবে। সে কথা মাথায় রেখেই অর্চনাকে দলে রাখা হবে। তবে যেহেতু নতুন নির্বাচন পদ্ধতি এখনও কার্যকর হয়নি তাই প্রশাসক কমিটির নির্বাচিত মহিলাদের দলকে সাই (স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া) সবুজ সঙ্কেত দিলে তবেই তারা প্রতিযোগিতায় নামতে পারবে। সাই-এর অনুমতি পেতে কোনও সমস্যা হবে না বলেই মনে করছে প্রশাসক কমিটি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy