Advertisement
২১ মে ২০২৪
Copa America 2021

Copa America 2021: মঙ্গলবার ভোরে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ, তার আগে সতীর্থদের প্রতি বিরক্ত মেসি

মঙ্গলবার কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা।

লিয়োনেল মেসি।

লিয়োনেল মেসি। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১৪:২৯
Share: Save:

মঙ্গলবার ভোরে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা। তার আগে সতীর্থদের খেলা নিয়ে খুশি নন লিয়োনেল মেসি। প্রথম ম্যাচে চিলের বিরুদ্ধে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে কোনওমতে জিতেছে আর্জেন্তিনা। সেই ম্যাচেই মেজাজ হারাতে দেখা গিয়েছে মেসিকে।

ঘটনাটি ঘটে ৪০ মিনিটের মাথায়। সেন্টার লাইনের কাছে একটি ফ্রিকিক পেয়েছিল আর্জেন্তিনা। সেটি নিতে এগিয়েছিলেন মেসিই। কিন্তু পাস নেওয়ার জন্য সামনে কোনও সতীর্থই এগিয়ে আসছিলেন না। মেসি বারবার এদিক-ওদিক তাকালেও কেউ এগোচ্ছিলেন না। হতাশ হয়ে হাত ছুড়ে বিরক্তি প্রকাশ করেন মেসি। এরপরেই এক সতীর্থ এগিয়ে এসে পাস নেন।

জাতীয় দলের হয়ে ট্রফি জিততে মরিয়া মেসি। প্রথম দুই ম্যাচে দলের খেলা ভাল না হওয়ায় সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি। তুলনায় কিছুটা দুর্বল প্রতিপক্ষ প্যারাগুয়ে। তাই এই ম্যাচে গোলসংখ্যা বাড়ানোর চেষ্টা করতে বলেছেন মেসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Argentina Copa America 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE