আপাতত ঘরেই অনুশীলন চালাতে বলা হয়েছে মুশফিকুরকে। —ফাইল চিত্র।
শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে চেয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম ও অন্য সিনিয়র ক্রিকেটাররা। কিন্তু কোভিড-১৯ অতিমারির জেরে সেই আবেদন নাকচ করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি।
বিসিবি জানিয়েছে যে, মিরপুর স্টেডিয়াম পুরো জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শেষ হয়নি। তার জন্যই অনুশীলন সম্ভব নয়। বিসিবি-র মুখ্য কার্যনির্বাহী বা চিফ এগজিকিউটিভ নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, “মুশফিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ব্যক্তিগত ভাবে ও অনুশীলন শুরু করতে বলেছিল। কিন্তু আমরা ওকে বলেছি যে তা করা এখনও নিরাপদ নয়। ওর উচিত ঘরে অনুশীলন করা। ট্রেনিং তো জরুরি বটেই, কিন্তু তার চেয়েও জরুরি হল ক্রিকেটারদের সুস্থ থাকা।”
আরও পড়ুন: অবসাদে ভুগছিলেন, আত্মহত্যার কথাও ভেবেছিলেন রবিন উথাপ্পা!
আরও পড়ুন: নিয়ম ভেঙে সর্বকালের সেরা আইপিএল একাদশ বেছে বিতর্কে হার্দিক
তিনি আরও বলেছেন, “আরও কয়েক জন ক্রিকেটার জানতে চেয়েছিল যে, ব্যক্তিগত ভাবে ওরা অনুশীলন শুরু করতে পারে কি না। আমাদের বক্তব্য সবার কাছেই এক। আমাদের পরিকাঠামোকে জীবাণুমুক্ত করার জন্য আমরা পরিশ্রম করছি। আর সেই কাজটা এখনও শেষ হয়নি। আমরা সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি। আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্তে আসছি না। অনেক দেশই খেলাধূলা শুরু করছে। আমরাও আগামী দিনে তা করব। কিন্তু তার কোনও নির্দিষ্ট তারিখ এখনই দিতে পারছি না।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy