অস্ট্রেলিয়া ক্রিকেট দল। —ফাইল চিত্র
আফগানিস্তানের কাছে ইংল্যান্ড হেরে যাওয়ার পরে বিশ্বকাপেরও পয়েন্ট তালিকায় বদল হয়েছে। সবার নীচে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের উপর রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, এমনকি, নেদারল্যান্ডসও।
আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচের পর পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। ৩ ম্যাচে ৩টি জিতে ৬ পয়েন্ট ভারতের। রোহিতদের নেট রানরেট ১.৮২১। দ্বিতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। ৩ ম্যাচ খেলে তাদেরও পয়েন্ট ৬। কেন উইলিয়ামসনদের নেট রানরেট ১.৬০৪। তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট সব থেকে ভাল (২.৩৬০) তাদের। ভারতের কাছে হারলেও চার নম্বরে রয়েছে পাকিস্তান। বাবর আজ়মদের পয়েন্ট ৩ ম্যাচে ৪। তাদের নেট রানরেট -০.১৩৭।
বিশ্বকাপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। ৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। নেট রানরেট -০.০৮৪। আফগানিস্তান রয়েছে ছ’নম্বরে। ৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। রশিদ খানদের নেট রানরেট -০.৬৫২। সাত নম্বরে বাংলাদেশ। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শাকিব আল হাসানদের নেট রানরেট -০.৬৯৯। আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। তাদের নেট রানরেট -১.১৬১।
নবম স্থানে নেদারল্যান্ডস। ২ ম্যাচের ২টিতেই হেরেছে তারা। তাদের নেট রানরেট -১.৮০০। নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দু’ম্যাচে তাদের পয়েন্ট শূন্য। অস্ট্রেলিয়ার নেট রানরেট -১.৮৪৬। পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়েছে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy