Advertisement
১৯ মে ২০২৪
Cooch Behar Trophy

Cooch Behar Trophy: করোনা সংক্রমণের জের, কোচবিহার ট্রফি স্থগিত করে দিল ভারতীয় বোর্ড

প্রত্যাশামতোই অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফি স্থগিত করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার বিকেলেই একটি বিবৃতি জারি করে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

স্থগিত কোচবিহার ট্রফি।

স্থগিত কোচবিহার ট্রফি। প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৮:০৬
Share: Save:

প্রত্যাশামতোই অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফি স্থগিত করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার বিকেলেই একটি বিবৃতি জারি করে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। পুণেতে চলতে থাকা এই প্রতিযোগিতায় খেলতে গিয়েছিল বাংলা দলও। প্রত্যেককেই ফিরে আসতে হবে এ বার।

সোমবার বোর্ডের সচিব জয় শাহ এক বিবৃতিতে লিখেছেন, ‘বিভিন্ন দলে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই প্রতিযোগিতা স্থগিত রাখা হচ্ছে। প্রত্যেকের স্বাস্থ্য এবং নিরাপত্তার স্বার্থে পুণেয় চলতে থাকা এই প্রতিযোগিতা আপাতত বন্ধ রাখা হবে। লিগ পর্বে ২০টি মাঠে ৯৩টি ম্যাচ আয়োজন করা হয়েছিল। বোর্ডের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অন্য কোনও সময়ে এই প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করা হবে।’

জানা গিয়েছে, বিভিন্ন দলের ৩০ জন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সব থেকে বেশি মুম্বইয়ের (ছ’জন)। এ ছাড়া মহারাষ্ট্র, বিদর্ভ, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, হরিয়ানা ও বাংলার ক্রিকেটার রয়েছেন। ক্রিকেটার ছাড়া ন’জন সাপোর্ট স্টাফ, মাঠকর্মী ও ম্যাচের দায়িত্বে থাকা আধিকারিকরাও আক্রান্ত হয়েছেন।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার হওয়ায় তাঁদের টিকা নেওয়া হয়নি। যদিও গত এক মাস ধরে তাঁরা জৈবদুর্গে ছিলেন। যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বেশির ভাগের শরীরে কোনও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। আক্রান্তদের সবাইকে নিভৃতবাসে রাখা হয়েছে। উল্লেখ্য, সংক্রমণ বাড়তে থাকায় রঞ্জি ট্রফি, কর্নেল সিকে নাইডু ট্রফি, মেয়েদের টি২০ লিগ আগেই স্থগিত করে দিয়েছিল বিসিসিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cooch Behar Trophy COVID-19 bengal cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE