Advertisement
২৯ মে ২০২৪
IPL

Cricket Australia: আইপিএলের অস্ত্রেই আইপিএলকে চ্যালেঞ্জ জানাতে কোমর বাঁধছে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশের আকর্ষণ বাড়াতে চাইছে অস্ট্রেলিয়া। সেরা বিদেশি ক্রিকেটার পেতে আইপিএলের মতো ড্রাফট পদ্ধতি ব্যবহার করা হবে।

বিগ ব্যাশের আকর্ষণ বাড়াতে চাইছে অস্ট্রেলিয়া।

বিগ ব্যাশের আকর্ষণ বাড়াতে চাইছে অস্ট্রেলিয়া। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৮:৫৪
Share: Save:

ক্রিকেট বিশ্বকে পথ দেখাচ্ছে আইপিএল। আইপিএলের ঢঙেই সম্প্রচার স্বত্ব বিক্রি করার কথা জানিয়েছে আইসিসি। ক্রিকেট অস্ট্রেলিয়াও তাদের বিগ ব্যাশ লিগে বিদেশি ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে চাইছে আইপিএলের ড্রাফট পদ্ধতি।

আসলে আইপিএলকে চ্যালেঞ্জ জানাতে কোমর বেঁধে নামছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ডিসেম্বরে হবে বিগ ব্যাশ লিগ। তার আগেই দলগুলি বিদেশি ক্রিকেটারদের চূড়ান্ত করবে। ড্রাফট পদ্ধতি অনুযায়ী প্রতিটি দলকে কমপক্ষে দু’জন বিদেশি ক্রিকেটারকে নিতে হবে। আবার তিন জনের বেশি বিদেশি ক্রিকেটার নিতে পারবে না কোনও দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সেরা বিদেশি ক্রিকেটারদের পেতেই এই পদ্ধতি অনুসরণ করা হবে। টি-টোয়েন্টি প্রতিযোগিতার মান বৃদ্ধি করে আকর্ষণ বাড়ানোই লক্ষ্য অস্ট্রেলীয় ক্রিকেট কর্তাদের। দলের সংখ্যাও বাড়াতে চান তাঁরা। আন্তর্জাতিক বাজারে বিগ ব্যাশকে আরও আকর্ষণীয় করে তুলতে চায় অস্ট্রেলিয়া।

ক্রিকেটারদের চারটি গ্রুপে ভাগ করা হবে। প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ গ্রুপের ক্রিকেটারদের মূল্য হবে আলাদা আলাদা। সব থেকে দামি ক্রিকেটারদের রাখা হবে প্ল্যাটিনাম গ্রুপে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE