জয় শাহ। —ফাইল ছবি
আরও এক বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পদে থাকছেন জয় শাহ। সংস্থার বার্ষিক সাধারণ সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবকে সভাপতি পদে রেখে দেওয়া নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।
২০২১ সালের জানুয়ারি মাসে এসিসি-র সভাপতি মনোনিত হন শাহ। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হন তিনি। আরও এক বার এসিসি-র সভাপতির দায়িত্ব পাওয়া পর শাহ জানিয়েছেন, ক্রিকেটের উন্নতির জন্য এসিসি ধারাবাহিক ভাবে কাজ চালিয়ে যাবে।
এসিসি সভাপতি বলেছেন,‘‘এই অঞ্চলে ক্রিকেটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমরা আগের মতোই দায়বদ্ধ থাকব। বিশেষ করে মহিলাদের ক্রিকেটের আরও উন্নয়ন প্রয়োজন। প্রাথমিক স্তরের কিছু প্রতিযোগিতাও আয়োজন করবে এসিসি।’’ তিনি আরও বলেছেন, ‘‘আশা করি অতিমারী আমরা পিছনে ফেলে এসেছি। এখান থেকে এসিসিকে আরও এগিয়ে যেতে হবে। নতুন কিছু গ্রহণ করতে, নতুন কিছু উদ্ভাবন করতে এবং সর্বোপরি এসিসি-কে আরও সাহায্য করতে চাই।’’
এসিসি-র বার্ষিক সাধারণ সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা প্রস্তাব করেন, শাহকে আরও এক বছর সংস্থার সভাপতি রেখে দেওয়ার। বৈঠকে উপস্থিত সকলেই তাঁর প্রস্তাব সমর্থন করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy