Advertisement
১৮ জুন ২০২৪
Jonny Bairstow

Jonny Bairstow: সতীর্থকে কাঁধে তুলে অনুশীলন করতে গিয়ে নিজেই চোট পেলেন বাটলারদের দলের ক্রিকেটার

সতীর্থ স্যাম কারেনকে কাঁধে তুলে অনুশীলন করছিলেন জনি বেয়ারস্টো। সেই অনুশীলন করতে গিয়ে চোট পান ইংল্যান্ডের ক্রিকেটার।

টি-টোয়েন্টি সিরিজের আগে চিন্তায় বাটলাররা

টি-টোয়েন্টি সিরিজের আগে চিন্তায় বাটলাররা ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৪:৫২
Share: Save:

সতীর্থ ক্রিকেটারকে কাঁধে তুলে অভিনব অনুশীলন করছিলেন। আর সেটা করতে গিয়ে চোট পেলেন ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো। অনুশীলনের মাঝেই উঠে যেতে হল তাঁকে। ফলে টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ব্রিস্টলের সিট ইউনিক স্টেডিয়ামে অনুশীলনের মাঝে মাঠ ছাড়েন বেয়ারস্টো। বেয়ারস্টোর বাঁ হাটুতে আইসপ্যাক লাগানো ছিল। দেখে মনে হচ্ছিল, বাঁ হাটুতে চোট পেয়েছেন তিনি। তবে বেয়ারস্টো কতটা গুরুতর চোট পেয়েছেন সেই বিষয়ে এখনও ইংল্যান্ড দলের তরফে কিছু জানানো হয়নি।

কী কারণে বেয়ারস্টো চোট পেয়েছেন তা প্রথমে জানা যায়নি। পরে ইংল্যান্ডের ক্রিকেটার রিচি টপলে একটি ভিডিয়ো প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে, কারেনকে কাঁধে তুলে অনুশীলন করছেন বেয়ারস্টো। সেই অভিনব অনুশীলন করতে গিয়েই বেয়ারস্টো চোট পেয়েছেন বলে খবর।

বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন জস বাটলাররা। দলের অন্যতম শক্তি বেয়ারস্টো। গত কয়েক মাস ধরে ভাল ছন্দে রয়েছেন তিনি। নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে বড় রান করেছেন। তাই বেয়ারস্টো যদি খেলতে না পারেন তা হলে বড় ধাক্কা খাবে ইংল্যান্ড।

বেয়ারস্টো খেলতে না পারলে ইংল্যান্ডের মিডল অর্ডারে খেলতে দেখা যেতে পারে ফিল সল্ট ও হ্যারি ব্রুকের মধ্যে কাউকে। দু’জনেই তরুণ ক্রিকেটার। তাই অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে দলের অধিনায়ক বাটলারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE