Advertisement
২১ মে ২০২৪
India vs England Test

ভারতে চোট নিয়েই খেলতে পারেন স্টোকস, টেস্ট অধিনায়ককে খেলানোর জন্য মরিয়া ইংল্যান্ড

অনেকের মতে ইংল্যান্ডের বাজ়বল ক্রিকেটের আসল পরীক্ষা হবে ভারতেই। সেই টেস্টে বেন স্টোকসকে খেলানোর জন্য মরিয়া ইংল্যান্ড। বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি চাইছেন স্টোকসকে শুধু ব্যাটার হিসাবে হলেও খেলাতে।

Ben Stokes

বেন স্টোকস। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৩
Share: Save:

ভারতের মাটিতে টেস্ট খেলতে আসবে ইংল্যান্ড। অনেকের মতে ইংল্যান্ডের বাজ়বল ক্রিকেটের আসল পরীক্ষা হবে ভারতেই। সেই টেস্টে বেন স্টোকসকে খেলানোর জন্য মরিয়া ইংল্যান্ড। বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি চাইছেন স্টোকসকে শুধু ব্যাটার হিসাবে হলেও খেলাতে। চিন্তা তাঁর হাঁটুর চোট নিয়ে।

২৫ জানুয়ারি থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট। সেই সিরিজ়েই স্টোকসকে শুধু ব্যাটার হিসাবে খেলাতে চাইছে ইংল্যান্ড। বিশ্বকাপেও স্টোকস শুধু ব্যাটার হিসাবেই খেলেছিলেন। তাঁর হাঁটুতে চোট রয়েছে বলে বল করতে পারছেন না। ইংল্যান্ড যে দল ঘোষণা করেছে, সেই দলের অধিনায়ক স্টোকস। তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। এখন যা অবস্থা তাতে আগামী কয়েক মাস বল করা সম্ভব নয়। স্টোকস জানিয়েছেন যে, আগের থেকে ভাল আছেন তিনি, সুস্থ হচ্ছেন। তবে আইপিএল খেলবেন না।

দলের ম্যানেজার রব বলেন, “স্টোকসের সফল অস্ত্রোপচার হয়েছে। আমরা জানি ও সুস্থ হয়ে উঠবে। তবে এখনই বল করতে পারবে না। ভারতে আমরা স্টোকসকে বল করাব না। আমরা চাই স্টোকস সুস্থ হয়ে উঠুক। সেই কারণেই এখন ওকে বল করানো হচ্ছে না। পুরোপুরি সুস্থ হলে আবার বল করবে ও।”

এই বছর অ্যাশেজ়ে ২৯ ওভার বল করেছিলেন স্টোকস। নিয়েছিলেন তিনটি উইকেট। ভারতে এসে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে স্টোকস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ben Stokes england cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE