Advertisement
১৫ মে ২০২৪
Babar Azam

বাবরকে নিয়ে পাকিস্তানে বিতর্ক বাড়ছে! টি২০-র অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ প্রাক্তনের

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজ়মের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হয়েছে। এ বার তাঁকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায়ক।

ফাইনালে তুললেও দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি বাবর আজ়ম। তাঁর অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে দেশে।

ফাইনালে তুললেও দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি বাবর আজ়ম। তাঁর অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে দেশে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ২১:৫৮
Share: Save:

পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুললেও বাবর আজ়মকে নিয়ে বিতর্ক থামছে না। এ বার তাঁকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিলেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে, বাবরের উচিত অধিনায়কত্বের বোঝা নামিয়ে রেখে নিজের ব্যাটিংয়ে মন দিতে। তবে বাবরকে এক দিনের ও টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে বলেছেন আফ্রিদি।

পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘‘আমার মনে হয়ে বাবরের উচিত অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ওর ছেড়ে দেওয়া উচিত। তা হলে শুধুমাত্র নিজের ব্যাটিংয়ে মন দিতে পারবে বাবর। সেইসঙ্গে এক দিনের ও টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে পারবে।’’

পাকিস্তান সুপার লিগে করাচি কিংস ছেড়ে পেশোয়ার জ়ালমি দলে যোগ দিয়েছেন বাবর। করাচিতে তাঁর অধিনায়কত্ব নিয়ে সমস্যা হচ্ছিল বলে মনে করছেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘‘করাচিতেও অধিনায়কত্ব করতে সমস্যা হচ্ছিল বাবরের। সেই কারণে ও দল ছাড়ল। কিন্তু আমার মনে হয়, পেশোয়ারে গিয়েও এক জন ব্যাটার হিসাবে ওর খেলা উচিত। অধিনায়কত্বের চাপ নেওয়া উচিত নয়।’’

বাবরের বদলে পাকিস্তানের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার অনেক ক্রিকেটার রয়েছেন বলে মনে করেন আফ্রিদি। তাঁর কথায়, ‘‘আমি বাবরকে শ্রদ্ধা করি। তাই ওর ভালর জন্যই এ কথা বলছি। পাকিস্তান দলে মহম্মদ রিজ়ওয়ান, শাদাব খান, শান মাসুদের মতো ক্রিকেটাররা রয়েছে। ওরা টি-টোয়েন্টি দলকে সহজেই নেতত্ব দিতে পারবে।’’

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের নেতৃত্বের অনেক সমালোচনা হয়েছে। ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, বাবর শুধু নিজের কথা ভাবছেন। নিজের অধিনায়কত্ব, ওপেনিং করতে নামার কথা ভাবছেন। দলের বাকিদের কথা শুনছেন না তিনি। তার ফলে পাকিস্তানের ক্ষতি হচ্ছে বলে মনে করেন তিনি। আর এক প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার বাবরকে ‘জঘন্য’ অধিনায়কের তকমা দিয়েছেন। এ বার তাঁকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিলেন আফ্রিদি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babar Azam Shahid Afridi Pakistan Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE