Advertisement
১৯ মে ২০২৪
Gujarat Titans

Gujarat Titans: গরবার ছন্দে মেটাভার্সে নতুন আইপিএল দলের লোগো প্রকাশ হার্দিক-শুভমনদের

নিলামের সময় জেসন রয়, ম্যাথু ওয়েড, ডেভিড মিলার, লকি ফার্গুসনদের মতো বিদেশি ও মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহাদের মতো দেশীয় ক্রিকেটারকে কিনেছে গুজরাত। নেহরা ছাড়া দলের ব্যাটিং কোচ গ্যারি কার্স্টেন। আইপিএল-এর আর এক নতুন দল লখনউ সুপার জায়ান্টস গত মাসে তাদের লোগো প্রকাশ করেছিল।

অভিনব পদ্ধতিতে লোগো প্রকাশ

অভিনব পদ্ধতিতে লোগো প্রকাশ ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১০
Share: Save:

আইপিএল শুরু হওয়ার আগে দলের লোগো প্রকাশ করল গুজরাত টাইটানস। এ বারই প্রথম আত্মপ্রকাশ করতে চলেছে তারা। লোগো প্রকাশে ছিল নতুনত্ব। মেটাভার্স প্রযুক্তিতে হল লোগো প্রকাশ। দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য, তরুণ ব্যাটার শুভমান গিল ও দলের কোচ আশিস নেহরা মেটাভার্স প্রযুক্তিতে উপস্থিত ছিলেন সেখানে।

টুইটারে ভিডিয়ো প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি। সেখানে দেখা যাচ্ছে মেটাভার্সে উপস্থিত কোচ, অধিনায়ক ও দলের অন্যতম ক্রিকেটার। এ বছরের আইপিএল-এ তাঁদের কী লক্ষ্য থাকবে, তাঁরা কী ধরনের ক্রিকেট খেলতে চান তা বলেন তাঁরা। তার পরেই দেখা যায় লোগো। সঙ্গে গরবার ছন্দে নাচতেও দেখা যায় তিন জনকে।

এ বারের আইপিএল-এ গুজরাত দল কিনেছে সিভিসি গ্রুপ। নিলামের আগে তারা ১৫ কোটি টাকায় হার্দিককে কেনে। তাঁকে দলের অধিনায়ক করা হয়েছে। এ ছাড়া নিলামের আগে আফগানিস্তানের রশিদ খান ও কলকাতা নাইট রাইডার্সে খেলা শুভমন গিলকে কিনে নেয় তারা।

নিলামের সময় জেসন রয়, ম্যাথু ওয়েড, ডেভিড মিলার, লকি ফার্গুসনদের মতো বিদেশি ও মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহাদের মতো দেশীয় ক্রিকেটারকে কিনেছে গুজরাত। নেহরা ছাড়া দলের ব্যাটিং কোচ গ্যারি কার্স্টেন। আইপিএল-এর আর এক নতুন দল লখনউ সুপার জায়ান্টস গত মাসে তাদের লোগো প্রকাশ করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gujarat Titans IPL Hardik Pandya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE