Advertisement
১১ জুন ২০২৪
Virat Kohli

ICC Ranking: কোহলীর বিরাট রেকর্ড ভেঙে দিলেন বাবর, পাকিস্তান অধিনায়কই কি সেরা?

টি-টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট কোহলী নেমে গিয়েছেন ২১তম স্থানে। শীর্ষে রয়েছেন বাবর আজম। প্রথম দশে এক মাত্র ভারতীয় ঈশান কিশন।

শীর্ষে বাবর আজম, কত নম্বরে বিরাট?

শীর্ষে বাবর আজম, কত নম্বরে বিরাট? —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৭:৩৬
Share: Save:

বিরাট কোহলীর রেকর্ড ভেঙে দিলেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন। এক সময় আইসিসি-র ক্রমতালিকায় টানা ১০১৩ দিন এক নম্বর স্থানে ছিলেন বিরাট। বাবর সেই রেকর্ড ভেঙে দিলেন। বিরাটের থেকে বেশি সময় এক নম্বর স্থানে রয়েছেন তিনি।

ক্রমতালিকায় ৮১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন বাবর। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। তাঁর সংগ্রহ ৭৯৪ পয়েন্ট। এই বছর একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাবর। সেই ম্যাচে ৪৬ বলে ৬৬ রান করেছেন তিনি। গত বছর ২৯টি ম্যাচে ৯৩৯ রান করেন বাবর। তাঁর দাপটেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠে পাকিস্তান।

বিরাট এখন টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রমতালিকায় ২১ নম্বর স্থানে। ভারতের হয়ে এই বছর মাত্র দু’টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। শেষ তিন বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনশো রানও করতে পারেননি বিরাট।

ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম দশে রয়েছেন এক মাত্র ঈশান কিশন। সপ্তম স্থানে তিনি। এডেন মার্করাম রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে দাউইদ মালান। পঞ্চম স্থানে রয়েছেন অ্যারন ফিঞ্চ। ডেভন কনওয়ে ষষ্ঠ স্থানে। বোলার, অলরাউন্ডারদের তালিকায় কোনও ভারতীয় নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE