Advertisement
২১ মে ২০২৪
U19 World Cup 2024

ছোটদের বিশ্বকাপে সেরা হওয়ার দৌড়ে ৩ ভারতীয় ক্রিকেটার, বাছাই মোট ৮ জন

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বেশ কয়েক জনের পারফরম্যান্স নজর কেড়েছে বিশেষজ্ঞদের। সব খতিয়ে দেখে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে। তালিকায় জায়গা পেয়েছেন আট জন।

picture of U19 Indian Team

অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দল। ছবি: আইসিসি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১১
Share: Save:

ছোটদের বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। গত বারের চ্যাম্পিয়ন ভারত এ বারও ট্রফি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। বিশ্বকাপের পাশাপাশি আরও একটি পুরস্কার আসতে পারে ভারতীয় শিবিরে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন ভারতের তিন জন। অধিনায়ক উদয় সাহারান-সহ মুশির খান এবং সৌম্য পাণ্ডে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশেষজ্ঞেরা আট জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন। বিশ্বকাপে পারফরম্যান্সের নিরিখে বেছে নেওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ভারতের তিন জন। আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘এ বারের বিশ্বকাপে বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্স হয়েছে। সব খতিয়ে দেখে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারদের তালিকা তৈরি করা হয়েছে। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে আট জন।’’

ভারতীয় দলের তিন বিভাগের তিন জন রয়েছেন তালিকায়। ব্যাটার উদয়, বাঁহাতি স্পিনার সৌম্য এবং অলরাউন্ডার মুশির।

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক উদয় ছ’টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৬৪.৮৩ গড়ে করেছেন ৩৮৯ রান। একটি শতরান এবং তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। এখনও পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক উদয়। পাশাপাশি, ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার অন্যতম প্রধান দাবিদার উদয়।

সৌম্য ওভার প্রতি খরচ করেছেন ২.৪৪ রান। প্রতিযোগিতায় সব ম্যাচ খেলা আর কোনও বোলার এত কৃপণ বোলিং করতে পারেননি। এখনও পর্যন্ত বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন সৌম্য। প্রতিটি ম্যাচে ধারাবাহিক ভাবে উইকেট পেয়েছেন। তিনিও বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন।

লড়াইয়ে রয়েছেন সরফরাজ খানের ভাই মুশিরও। এখনও পর্যন্ত প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ রান শিকারি মুশির। ছ’টি ম্যাচে ৬৭.৬০ গড়ে করেছেন ৩৩৮ রান। তাঁর ব্যাট থেকে এসেছে দু’টি শতরান এবং একটি অর্ধশতরান। বল হাতে পেয়েছেন ৬টি উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরা ক্রিকেটার হওয়ার প্রবল দাবিদার মুম্বইয়ের তরুণ অলরাউন্ডার।

আট জনের তালিকায় বাকি পাঁচ জন হলেন কোয়ানা মাফাকা (দক্ষিণ আফ্রিকা), উবেদ শাহ (পাকিস্তান), জুয়েল অ্যান্ড্রু (ওয়েস্ট ইন্ডিজ়), হিউ ওয়েবগেন (অস্ট্রেলিয়া) এবং স্টিভ স্টোক (দক্ষিণ আফ্রিকা)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

indian team Uday Saharan Musheer Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE