Advertisement
১৬ মে ২০২৪
Harmanpreet Kaur

Women’s Cricket: শ্রীলঙ্কায় হরমনপ্রীতদের ম্যাচ দেখা যাবে না টিভিতে, কেন

পুরুষ দলের ক্রিকেট নিয়ে আগ্রহ থাকলেও শ্রীলঙ্কায় মহিলা দলের ক্রিকেট নিয়ে কোনও উৎসাহ নেই। ফলে ভারতের বিরুদ্ধে সিরিজ দেখানো হবে না।

হরমনপ্রীতদের খেলা দেখা যাবে না

হরমনপ্রীতদের খেলা দেখা যাবে না ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৪:২৭
Share: Save:

সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার থেকে শুরু সিরিজ। তবে ভারতের কোনও টিভি চ্যানেলে সেই সিরিজ দেখা যাবে না। মহিলা ক্রিকেট দলের ম্যাচকে গুরুত্ব না দেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে ক্রিকেট সমর্থকদের। অনেকেই রাগ উগরে দিচ্ছেন বিসিসিআইয়ের উপরে। যদিও এ বার মহিলা দলের ম্যাচ দেখানোর ক্ষেত্রে কোনও ভূমিকা নেই ভারতীয় বোর্ডের।

টি-টোয়েন্টি ম্যাচগুলি ডাম্বুলা এবং এক দিনের ম্যাচগুলি পাল্লেকেলেতে হবে। মহিলা ক্রিকেট দলের খেলা দেখেন এমন ভক্তদের হতাশ হতে হবে। টিভি তো বটেই, কোনও ওটিটি প্ল্যাটফর্মেও ম্যাচ দেখার সুযোগ নেই। আসলে শ্রীলঙ্কা মহিলা দলের ক্রিকেট ম্যাচ দেখানো নিয়ে সে দেশের কোনও সম্প্রচারকারী চ্যানেল উৎসাহিত নয়। যে হেতু সিরিজ শ্রীলঙ্কায় হচ্ছে, তাই ম্যাচ দেখানোর স্বত্ব তাদের হাতেই রয়েছে। তবে কোনও সংস্থাই সেই স্বত্ব কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি।

অনেকের ধারণা, শ্রীলঙ্কায় এখন যে রাজনৈতিক জরুরি পরিস্থিতি চলছে, তাতে মহিলা ক্রিকেট দলের ম্যাচ নিয়ে কেউ উৎসাহিত হবেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত খেলে সিরিজ জিতে নেওয়ায় পুরুষ দলকে নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। সেই আগ্রহ মহিলাদের ক্ষেত্রে কার্যত নেই। ফলে মহিলাদের খেলা দেখানোর স্বত্ব কিনতে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করছেন অনেকে।

তবে শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি’সিলভা জানিয়েছেন, ম্যাচগুলি তাঁরা ইউটিউব চ্যানেলে দেখানোর চেষ্টা করছেন। গুণমান হয়তো ভাল হবে না। তবু সমর্থকরা যাতে বঞ্চিত না হন সে কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Harmanpreet Kaur Indian Women team BCCI Sri Lanka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE