Advertisement
০৩ মে ২০২৪
IPL 2024

চেন্নাইয়ের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি

জল্পনা চলছে এ বারেই শেষ বারের মতো আইপিএলে খেলোয়াড় হিসেবে দেখা যেতে পারে ৪২ বছর বয়সি ধোনিকে। সিএসকে ইতিমধ্যেই প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে।

An image of Mahendra Singh Dhoni

আগমন: চেন্নাইয়ে পৌঁছে গেলেন ধোনি। মঙ্গলবার। ছবি: সিএসকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ০৫:৫০
Share: Save:

আইপিএলের প্রস্তুতি নিতে মঙ্গলবার চেন্নাইয়ে পৌঁছলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। গত বারের চ্যাম্পিয়ন দল সমাজমাধ্যমে গাড়ি থেকে ধোনির নামার একটি ছবি দিয়েছে। সঙ্গে লেখা ‘‘থালা-দর্শন।’’

জল্পনা চলছে এ বারেই শেষ বারের মতো আইপিএলে খেলোয়াড় হিসেবে দেখা যেতে পারে ৪২ বছর বয়সি ধোনিকে। সিএসকে ইতিমধ্যেই প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে। যে সব ক্রিকেটারেরা এই মুহূর্তে শিবিরে যোগ দিয়েছেন তাঁদের মধ্যে আছেন, দীপক চাহার, ঋতুরাজ গায়কোয়াড়রা। আসন্ন আইপিএলে সিএসকে প্রথম ম্যাচে নামবে ২২ মার্চ আরসিবির বিরুদ্ধে। চাহার আবার বলেছেন ধোনি এখনও দু’বছর খেলতে পারেন। একটি ভিডিয়োয় চাহার বলেছেন, ‘‘টি-টোয়েন্টিতে এক জন তখনই অবসর নেয়, যখন তার ঘণ্টায় ১৪০ কিমির বল প্রচণ্ড গতির বলে মনে হয়। গত বছর ধোনি ঘণ্টায় ১৪৫ কিমির বলেও কী ভাবে ছক্কা হাঁকিয়েছে সবাই দেখেছে। নেটেও সেটা আমরা দেখেছি। এ বছর ধোনি খেলবে তার পরে ভবিষ্যতে কী হবে সেটা ঠিক করবে। সে রকমই আমার মনে হয়। তবে ব্যক্তিগত ভাবে আমি মনে করি ধোনি আরও দু’বছর খেলতে পারে।’’

এ দিকে আইপিএলে সিএসকের অভিযান শুরুর আগে ধোনি বলেছেন, গোটা বিশ্ব থেকে একটা দলে বিভিন্ন ক্রিকেটারদের থাকাটাই আইপিএলকে অন্য মাত্রায় নিয়ে যায়। সমাজমাধ্যমে আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের দেওয়া ভিডিয়োয় ধোনি ২০০৮ আইপিএলের সিএসকে দল নিয়ে কথা বলেছেন। ‘‘২০০৮ সালের আইপিএলে যে চেন্নাই দল খেলেছিল, তাতে বেশ ভারসাম্য ছিল। অনেক অলরাউন্ডার ছিল। ম্যাথু হেডেন, মাইক হাসি, মুথাইয়া মুরলীধরন, মাখায়া এনতিনি ও জ্যাকব ওরামের মতো অভিজ্ঞ ক্রিকেটার, এদের একটা ড্রেসিংরুমে থাকা, সবাইকে জানা একটা পরীক্ষা ছিল,’’ বলেন ধোনি।

আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়কদের অন্যতম ধোনি আরও বলেছেন, ‘‘সব সময় বিশ্বাস করে এসেছি একটা দলকে নেতৃত্ব দেওয়ার সময় পারস্পরিক বোঝাপড়াটা খুব জরুরি। এক জনকে জানতে পারলে তার শক্তি, দুর্বলতা বোঝা যায়। তখন একটা দলকে ঠিক দিকে নিয়ে যেতে সুবিধে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE