Advertisement
০২ জুন ২০২৪
James Anderson

New Zealand vs England: ২৩৮ রানের লিড নিল নিউজিল্যান্ড, টেস্টে ৬৫০ উইকেটের মালিক অ্যান্ডারসন

টেস্টে সাড়ে ছ’শো উইকেটের মালিক হলেন জেমস অ্যান্ডারসন। চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২২৪/৭।

নতুন মাইলফলক অ্যান্ডারসনের।

নতুন মাইলফলক অ্যান্ডারসনের। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ২৩:৩১
Share: Save:

চতুর্থ দিনে বড় রান তুলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিড নেওয়া লক্ষ্য ছিল জো রুটদের। কিন্তু সেই সব আশায় জল ঢেলে দিলেন ট্রেন্ট বোল্টরা। ইংল্যান্ডকে ৫৩৯ রানে আটকে রাখে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২২৪/৭।

তৃতীয় দিনের শেষে ১৬৩ রানে অপরাজিত ছিলেন রুট। চতুর্থ দিনে তিনি আউট ১৭৬ রানে। বেন ফোকস করেন ৫৬ রান। ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটাররা সে ভাবে রান যোগ করতে পারেননি। ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনহীন নিউজিল্যান্ড শুরুতেই হারায় অধিনায়ক টম লাথামকে। উইল ইয়ং করেন ৫৬ রান। ডেভন কনওয়ে করেন ৫২ রান। প্রথম ইনিংসে শতরান করা ড্যারিল মিচেল ৩২ রানে অপরাজিত। প্রথম ইনিংসে শতরান করেছিলেন টম ব্লান্ডেলও। তিনি দ্বিতীয় ইনিংসে আউট ২৪ রানে। মিচেল ব্রেসওয়েল করেন ২৫ রান।

টেস্টে সাড়ে ছ’শো উইকেটের মালিক হলেন জেমস অ্যান্ডারসন। তিনি ফিরিয়ে দেন টম লাথামকে। ম্যাথু পটস নেন দু’টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড এবং জ্যাক লিচ। টেস্টের শেষ দিনে দ্রুত নিউজিল্যান্ডের বাকি তিন উইকেট ফেলে জয়ের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে ইংল্যান্ড। যদিও ২৩৮ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম দিনে ট্রেন্ট ব্রিজে সেই রান তোলা কঠিন হলেও হতে পারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE