বাবর আজ়ম। —ফাইল চিত্র
ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ক্ষুব্ধ পাকিস্তান। বিশ্বকাপের থিম সংয়ে পাকিস্তানের ছোট জাতীয় পতাকা থাকায় ক্ষুব্ধ সে দেশের সমর্থকেরা। সরাসরি আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে দায়ী করেছেন তাঁরা। পাক সমর্থকদের অভিযোগ, ইচ্ছা করেই পাকিস্তানের জাতীয় পতাকা ছোট দেখানো হয়েছে।
বুধবার বিশ্বকাপের থিম সং প্রকাশিত হয়েছে যার শীর্ষক ‘দিল জশন বলে।’ বলিউড অভিনেতা রণবীর সিংহ, ধারাভাষ্যকার যতীন সপ্রু, ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহালের স্ত্রী ধনশ্রী বর্মারা রয়েছেন সেই ভিডিয়োয়। একটি ট্রেনের মধ্যে ভিডিয়োটি দৃশ্যায়িত করা হয়েছে। সেখানে বিভিন্ন দেশের পতাকা হাতে সমর্থকদের দেখা গিয়েছে। ভিডিয়োয় ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ডের মতো দেশের বড় পতাকা দেখা গেলেও পাকিস্তানের পতাকা ছিল ছোট। তাতেই চটেছেন পাক সমর্থকেরা।
পাকিস্তানের সমর্থকদের অভিযোগ, যেখানে বাকি সব দেশের পতাকা বড় সেখানে কেন পাকিস্তানের পতাকা ছোট দেখানো হয়েছে। এটা কি অনিচ্ছাকৃত ভুল! না কি ইচ্ছা করেই পাকিস্তানকে ছোট দেখাতে জাতীয় পতাকা ছোট দেখানো হয়েছে। কেউ সরাসরি আইসিসি ও বিসিসিআইকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, জয় শাহের বোর্ড ইচ্ছা করেই পাকিস্তানের পতাকা ছোট করে দেখিয়েছে। পাক ক্রিকেটার ও সমর্থকদের মনোবল কমাতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। কেউ আবার জানিয়েছেন, এ ভাবে তাঁদের দমিয়ে রাখা যাবে না। বিশ্বকাপের ফাইনাল জিতে তাঁদের পতাকায় সব থেকে উঁচুতে উড়বে।
এই অভিযোগের পরে অবশ্য আইসিসি বা বিসিসিআই কোনও মন্তব্য করেনি। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু এক দিনের বিশ্বকাপ। পাকিস্তানের প্রথম খেলা ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে ১৪ অক্টোবর খেলতে নামবে তারা। আমদাবাদে হবে সেই খেলা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy