Advertisement
১৭ মে ২০২৪
Virat Kohli

Virat Kohli: শুভেচ্ছা ওয়াঘার ও-পার থেকেও, ধন্যবাদ ওয়ার্নের

মহম্মদ আমিরের সঙ্গে বিরাট কোহলির দ্বৈরথ অন্যতম উপভোগ্য মুহূর্ত হিসেবে ধরা হত বিশ্ব ক্রিকেটে।

কোহলি সরে দাঁড়ানোর পরে ওয়াঘার ও-পার থেকেও শুভেচ্ছাবার্তা আসতে শুরু করেছে।

কোহলি সরে দাঁড়ানোর পরে ওয়াঘার ও-পার থেকেও শুভেচ্ছাবার্তা আসতে শুরু করেছে। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ০৪:৩৯
Share: Save:

টেস্ট অধিনায়কের পদ থেকে বিরাট কোহলি সরে দাঁড়ানোর পরে ওয়াঘার ও-পার থেকেও শুভেচ্ছাবার্তা আসতে শুরু করেছে। মহম্মদ আমির থেকে আজ়হার মাহমুদ, নাসিম শাহ থেকে আহমেদ শাহজ়াদ, সকলেই বিরাটকে তাঁর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। শুধুমাত্র পাকিস্তানই নয়, বিরাটের আগামী ক্রিকেট জীবন নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি শেন ওয়ার্ন থেকে এবি ডিভিলিয়ার্সও।

মহম্মদ আমিরের সঙ্গে বিরাট কোহলির দ্বৈরথ অন্যতম উপভোগ্য মুহূর্ত হিসেবে ধরা হত বিশ্ব ক্রিকেটে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমিরের বলেই আউট হন বিরাট। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তাঁর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমিরকে তিনি সমীহ করেন। অধিনায়কের পদ থেকে বিরাট সরে দাঁড়ানোর পরে আমির টুইটারে লিখেছেন, ‘‘আগামী প্রজন্মের আদর্শ নেতা তুমি বিরাট। তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা। মাঠে ও মাঠের বাইরে এ ভাবেই নিজের জীবন উপভোগ
করে চলো।’’

প্রাক্তন পাক পেসার আজ়হার মাহমুদ লিখেছেন, ‘‘তোমার ক্রিকেট জীবন তরুণদের অনুপ্রাণিত করে। আমরাও তোমার ইনিংসগুলো উপভোগ করেছি। তোমার পরিশ্রম, নিষ্ঠা প্রত্যেকের কাছে উদাহরণ হিসেবে থেকে যাবে। তুমি যে ভাবে দলকে নেতৃত্ব দিয়েছো, তা দেখে প্রত্যেকে অনুপ্রাণিত হবে।’’

আহমেদ শাহজ়াদ যখন ক্রিকেট জীবন শুরু করেছিলেন, তাঁর সঙ্গে তুলনা করা হতো বিরাটের। শাহজ়াদ নিজেও জানিয়েছিলেন, বিরাটের ব্যাটিং তিনি উপভোগ করেন। শাহজ়াদ লিখেছেন, ‘‘সাত বছর ধরে ভয়ডরহীন মানসিকতার সঙ্গে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছ তুমি। ক্রিকেটের অন্যতম দূত হিসেবে দেখা যেতে পারে তোমাকে। তুমি যে অদম্য নিষ্ঠা ও ভালবাসার সঙ্গে দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছ, তা অনেকের স্বপ্ন। ভবিষ্যতের জন্য অনেক
শুভেচ্ছা বিরাট।’’

তরুণ পেসার নাসিম শাহের স্বপ্ন, বিরাটকে আউট করার। পাকিস্তানের জার্সিতে তাঁর অভিষেক হওয়ার পরে নাসিম বলেছিলেন, ‘‘বিরাট কোহলির বিরুদ্ধে খেলতে চাই। নিজেকে পরীক্ষা করতে চাই এই পর্যায়ে আমি কতটা যোগ্য।’’ বিরাট নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরে নাসিমের টুইট, ‘‘তুমি অনেকের অনুপ্রেরণা বিরাট ভাই।’’

বিরাটের প্রিয় বন্ধু এবি ডিভিলিয়ার্সও মনে করেন, বিরাট এমন একটি মাপকাঠি তৈরি করেছেন যেখানে পৌঁছনো সহজ নয়। ডিভিলিয়ার্স লিখেছেন, ‘‘ভাল করেছো বিরাট। তুমি সত্যি অনেক বড় মাপকাঠি তৈরি করে দিয়ে গেলে।’’

বিরাট ও ডিভিলিয়ার্স দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। বহু উত্থান-পতনের সাক্ষী দু’জনে। তাঁদের বন্ধুত্ব এতটাই গাঢ় যে, ডিভিলিয়ার্সের কিছু পছন্দ হলে বিরাট তাঁকে সেই জিনিসটা উপহার হিসেবে দিয়েই ছাড়বেন। বিরাট নেতৃত্ব ছেড়ে দেওয়ায় তিনিও হয়তো কিছুটা হতাশ।

কিংবদন্তি শেন ওয়ার্ন মনে করেন, টেস্ট ক্রিকেটকে এক নম্বর ফর্ম্যাট হিসেবে স্বীকৃতি দিতে সাহায্য করেছেন বিরাট। ওয়ার্নের টুইট, ‘‘তুমি এবং তোমার দল যা অর্জন করেছো, তার জন্য অভিনন্দন। টেস্ট ক্রিকেটকে এতটা সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। টেস্ট ক্রিকেটকে এক নম্বর ফর্ম্যাট হিসেবে বেছে নেওয়ার জন্য
অনেক ধন্যবাদ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Team India Shane Warne Mohammed Amir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE