Advertisement
১৭ মে ২০২৪
Asia Cup 2023

এশিয়া কাপের আগেই এক নম্বর পাকিস্তান, রোহিতদের বিরুদ্ধে নামার আগে চনমনে বাবরেরা

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে বিশ্বের এক নম্বর দল হিসাবে খেলতে নামবে পাকিস্তান। আফগানিস্তানকে হারিয়ে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে বাবর আজ়মেরা।

Rohit Sharma and Babar Azam

রোহিত শর্মা (বাঁ দিকে) ও বাবর আজ়ম। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৩ ১৫:১৪
Share: Save:

আফগানিস্তানকে এক দিনের সিরিজ়ে ৩-০ হারিয়ে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে পাকিস্তান। অর্থাৎ, বিশ্বের এক নম্বর দল হিসাবে এশিয়া কাপে খেলতে নামবে তারা। এশিয়া কাপে ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রমতালিকায় শীর্ষে ওঠায় রোহিত শর্মাদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে বাবর আজ়মদের।

আফগানিস্তানকে হারিয়ে পাকিস্তানের রেটিং ১১৮। অস্ট্রেলিয়ার রেটিংও ১১৮। কিন্তু ২৩টি এক দিনের ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ২৭২৫। সম সংখ্যক ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৭১৪। পয়েন্ট বেশি থাকায় পাকিস্তান এক নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১১৩ রেটিং নিয়ে তিন নম্বরে ভারত। চার নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড। তাদের পয়েন্ট ১০৪। পাঁচ নম্বরে ১০১ পয়েন্ট নিয়ে রয়েছে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানকে হারিয়ে শীর্ষে যেতে পেরে উচ্ছ্বসিত দলের অধিনায়ক বাবর। তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমরা বিশ্বের এক নম্বর। সব কৃতিত্ব দলের ক্রিকেটারদের। আমরা গত কয়েক মাসে অনেক পরিশ্রম করেছি। তারই ফল পাচ্ছি। এই জায়গা ধরে রাখতে চাই।’’ এশিয়া কাপে এই আত্মবিশ্বাস ধরে রাখতে চান বাবরেরা। পাক অধিনায়ক বলেন, ‘‘এক নম্বর দল হওয়ায় আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। এশিয়া কাপে ভাল খেলতে চাই। তারই প্রস্তুতি শুরু করেছি।’’

এক নম্বর দল হিসাবে এশিয়া কাপে নামলেও প্রতিযোগিতা চলাকালীন জায়গা হারাতে পারে পাকিস্তান। কারণ, ৭ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ় খেলতে নামবে অস্ট্রেলিয়া। তার পরে এশিয়া কাপের পরেই ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ় রয়েছে। এই দুই সিরিজ়ে ভাল খেলতে পারলে পাকিস্তানকে টপকে আবার এক নম্বরে উঠে আসতে পারে অস্ট্রেলিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE