Advertisement
১৭ মে ২০২৪
India vs England

কোহলির কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার পরামর্শ স্টোকসদের, সিরিজ় শুরুর আগে খোঁচা দিলেন কে?

টেস্ট সিরিজ়ে ভারতকে চাপে রাখার কৌশল স্টোকসদের বলে দিলেন পানেসর। তিনি বেছে নিয়েছেন কোহলিকে। ভারতের প্রাক্তন অধিনায়ককের মানসিক কষ্টে খোঁচা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১৩:৫৫
Share: Save:

ভারতকে হারাতে হলে আটকাতে হবে বিরাট কোহলিকে। ভারতের প্রাক্তন অধিনায়ককে আটকানোর উপায় বেন স্টোকসদের বাতলে দিলেন মন্টি পানেসার। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনারের মতে, কোহলির আঁতে (অহংকার) ঘা দিতে হবে স্টোকসদের। কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার পরামর্শ দিয়েছেন পানেসার।

প্রতিপক্ষ দলকে চাপে রাখতে আক্রমণের জন্য তাদের সেরা ক্রিকেটারকে বেছে নেওয়া নতুন কিছু নয়। ক্রিকেটের এই কৌশল সকলের জানা। সব দলই প্রয়োজন মতো এই কৌশল নিয়ে থাকে। ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ের আগে স্টোকসদের পুরনো এই কৌশলের কথা মনে করিয়ে দিয়েছেন পানেসর। কী ভাবে কোহলিকে চাপে রাখা যাবে, তাও বলেছেন প্রাক্তন ক্রিকেটার।

স্টোকসদের পরামর্শ দিয়ে পানেসার বলেছেন, ‘‘কোহলির আঁতে ঘা দিতে হবে। ওকে মনস্তাত্ত্বিক ভাবে কোণঠাসা করে রাখতে হবে। মাঠে কোহলিকে বলতে হবে, তোমরা তো ফাইনাল আসলেই চোকার্স হয়ে যাও। এটা বলে সমানে স্লেজ করতে হবে কোহলিকে। স্টোকসই কাজটা করতে পারে। কারণ ও এক দিনের এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। সেই কৃতিত্ব কোহলির নেই।’’

ক্রিকেট সিরিজ় শুরুর আগে প্রাক্তন ক্রিকেটারদের খোঁচা নতুন কিছু নয়। তাঁরাও নানা কটাক্ষ, উপহাস করে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে। পানেসরও সেই পথ নিয়েছেন। পর পর দু’টি টেস্ট বিশ্বকাপ ফাইনালে হেরেছে ভারত। এক দিনের বিশ্বকাপ ফাইনালেও হেরেছে রোহিত শর্মার দল। বড় প্রতিযোগিতার ফাইনালে ধারাবাহিক ব্যর্থতা ভারতীয় ক্রিকেটারদের বড় যন্ত্রণা। সেই প্রসঙ্গ তুলেই মানসিক ভাবে ভারতীয় দলকে চাপে রাখার পরামর্শ দিয়েছেন পানেসর।

ইংল্যান্ডের প্রাক্তন স্পিনারের মতে, কোহলিকে থামানোর সেরা অস্ত্র হতে পারেন জেমস অ্যান্ডারসন। পানেসারের মতে অভিজ্ঞ জোরে বোলারের রিভার্স সুইং সমস্যায় ফেলতে পারে ভারতের প্রাক্তন অধিনায়ককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE