Advertisement
১৭ জুন ২০২৪
Shoaib Akhtar

Shoaib Akhtar: অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারের পর বাবরদের সাহস নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব

পাকিস্তানের সমালোচনা করলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রশংসা করেছেন প্রাক্তন জোরে বোলার। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য আমি খুব খুশি। এটা ওদের ঘরের মাঠ নয়। ২৪ বছর পরে ওরা খেলতে এসেছে। এখানে এসে হতাশাজনক পিচ পেয়েছে। তার পরেও কামিন্স ও স্টার্ক যে ভাবে রিভার্স সুইং পেয়েছে, লায়ন যে ভাবে বল করেছে তাতে ওদের প্রশংসা করতেই হবে।’’

পাকিস্তানের হার নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব

পাকিস্তানের হার নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ১১:৪৫
Share: Save:

অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। প্রথম দু’টি টেস্ট ড্র হওয়ার পরে লাহৌরে তৃতীয় টেস্টে জয় পেয়েছেন প্যাট কামিন্সরা। সিরিজে হারের পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তিনি প্রশ্ন তুলেছেন বাবর আজমদের সাহস নিয়ে। শোয়েবের বক্তব্য, জেতার কোনও ইচ্ছা ছিল না পাকিস্তানের। তারা চেয়েছিল ড্র করতে।

সিরিজ শেষে শোয়েব বলেন, ‘‘খুব হতাশাজনক সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ম্যানেজমেন্টের মানসিকতা খুবই নেতিবাচক। ওরা চেয়েছিল সিরিজ ড্র করতে। নিজেরাও জিতবে না। অস্ট্রেলিয়াকেও জিততে দেবে না। তাই এই ধরনের উইকেট বানিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না।’’

দল ও ম্যানেজমেন্টের সাহসের অভাব ছিল বলেই মনে করেন শোয়েব। তিনি বলেন, ‘‘যখন কারও সাহস থাকে না তখন সে পালানোর চেষ্টা করে। সেটাই হয়েছে। ২৪ বছর পরে অস্ট্রেলিয়া পাকিস্তানে খেলতে এসেছে। ওরা আশা করেছিল ভাল উইকেট হবে। কিন্তু পিসিবি তার ঠিক উল্টে করল। দল ও ম্যানেজমেন্টের অন্তত বলা উচিত ছিল যে ভাল উইকেট বানাও। কিন্তু এ দেশে সেটা হচ্ছে না।’’ পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে বদলের ডাক দিয়েছেন শোয়েব।

পাকিস্তানের সমালোচনা করলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রশংসা করেছেন প্রাক্তন জোরে বোলার। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য আমি খুব খুশি। এটা ওদের ঘরের মাঠ নয়। ২৪ বছর পরে ওরা খেলতে এসেছে। এখানে এসে হতাশাজনক পিচ পেয়েছে। তার পরেও কামিন্স ও স্টার্ক যে ভাবে রিভার্স সুইং পেয়েছে, লায়ন যে ভাবে বল করেছে তাতে ওদের প্রশংসা করতেই হবে। ওরা পাকিস্তানের থেকে অনেক ভাল ক্রিকেট খেলেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE