Advertisement
১১ জুন ২০২৪
Arun lal

Arun Lal: তিন জনের সুখের সংসার, চিনে নিন অরুণ লালের দুই স্ত্রীকে

দীর্ঘ দিনের দাম্পত্য জীবন ছিল অরুণ এবং তাঁর প্রথম স্ত্রী দেবযানীর। একসঙ্গে বহু চড়াই উৎরাই পার করেছেন তাঁরা। কিন্তু বর্তমানে রীনা (দেবযানীর ডাক নাম) অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এমন অবস্থায় অরুণ লালের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে তাঁর। কিন্তু তাই বলে অরুণ কিন্তু রীনাকে ছেড়ে যাননি। এখনও তাঁর পাশেই রয়েছেন অরুণ। প্রথম স্ত্রীয়ের অনুমতি নিয়েই করেছেন দ্বিতীয় বিয়ে।

বিয়ের সাজে অরুণ লাল।

বিয়ের সাজে অরুণ লাল। ছবি: ফেসবুক থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৩:০৪
Share: Save:

ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ অরুণ লাল। জাতীয় দলে এবং বাংলা দলে দাপটের সঙ্গেই খেলেছেন তিনি। ক্রিকেটার হিসেবে ব্যাট, প্যাড তুলে রাখার পর তাঁর ধারাভাষ্যও নজর কেড়েছিল। বর্তমানে বাংলা দলকে কোচিং করাচ্ছেন তিনি। শুধু ক্রিকেটের মাঠে নয়, অরুণের লড়াই ছিল জীবনের ময়দানেও। ক্যানসার আক্রান্ত অরুণ লাল সেই মাঠেও জিতেছেন এবং দাপটের সঙ্গে ফিরে এসেছেন।

৬৬ বছর বয়সে অরুণ লাল তাঁর নতুন একটি ইনিংস শুরু করলেন।দ্বিতীয় বার বিয়ে করলেন তিনি। বুলবুল সাহার সঙ্গে জুটি গড়লেন। কিন্তু প্রথম স্ত্রী?

দীর্ঘ দিনের দাম্পত্য জীবন ছিল অরুণ এবং তাঁর প্রথম স্ত্রী দেবযানীর। একসঙ্গে বহু চড়াই উৎরাই পার করেছেন তাঁরা। কিন্তু বর্তমানে রীনা (দেবযানীর ডাক নাম) অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এমন অবস্থায় অরুণ লালের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে তাঁর। কিন্তু তাই বলে অরুণ কিন্তু রীনাকে ছেড়ে যাননি। এখনও তাঁর পাশেই রয়েছেন অরুণ। প্রথম স্ত্রীয়ের অনুমতি নিয়েই করেছেন দ্বিতীয় বিয়ে।

বুলবুলের সঙ্গে বিয়ের পরেও এক সঙ্গেই থাকবেন তাঁরা। প্রথম স্ত্রীয়ের দেখাশোনার দায়িত্বও নেবেন দ্বিতীয় স্ত্রী। বুলবুল নিজে একজন শিক্ষিকা। সেন্ট পলস মিশনে ইতিহাস এবং ইংরেজির শিক্ষিকা তিনি। তবে শুধু শিক্ষকতা নয়, বুলবুল ঘুরতেও ভালবাসেন। ২০১৯ সালে শ্রীলঙ্কা গিয়েছিলেন তিনি। সেখানকার বিভিন্ন ছবি পোস্ট করেছেন নেটমাধ্যমে। ২০১৮ সালে গিয়েছিলেন মিশরে।

৩৭ বছরের বুলবুল রাঁধতেও ভালবাসেন। বিভিন্ন রান্নার প্রতিযোগিতাতেও অংশ নেন তিনি। বুলবুল পশুপ্রেমী। তাঁর একটি পোষ্য রয়েছে। অরুণ লাল নিজেও খুবই পশুপাখি ভালবাসেন। তাঁর সেই গুণ বুলবুলের পছন্দ বলেও জানিয়েছিলেন অরুণ লালের দ্বিতীয় স্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arun lal bengal cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE